Thursday, July 3, 2025

বাংলায় টাটার ঢালাও ‘লগ্নি’! সিঙ্গুর ইস্যুতে বিজেপির ‘মিথ্যাচার’ ফাঁস করলেন শিল্পমন্ত্রী

Date:

Share post:

সিঙ্গুর (Singur) ইস্যুতে এবার বিজেপির (BJP) মিথ্যা মুখোশ খুলে দিলেন শিল্পমন্ত্রী শশী পাঁজা (Minister Sashi Panja)। বিজেপি (BJP) সহ বিরোধীদের লাগাতার মিথ্যাচারের প্রতিবাদে শনিবার বিধানসভায় সরব হয়ে মন্ত্রী জানান, টাটা হিতাচি, টাটা মেটালিক্স ও টিসিএস- টাটা (TATA) গোষ্ঠীর এই তিন নামী কোম্পানি গত দশ বছরে কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে রাজ্যে। হয়েছে লক্ষাধিক কর্মসংস্থানও। মমতা বন্দ্যোপাধ‌্যায়ের (Mamata Banerjee) সরকারের ভূমিকায় খুশি হয়ে এবং আস্থা রেখেই বাংলায় বিনিয়োগ করেছে টাটা-সহ বহু শিল্পগোষ্ঠী।

উল্লেখ্য, শিল্প বাজেট বিতর্কে বিজেপি বিধায়কদের মিথ্যা অভিযোগের পাল্টা জবাব দিয়ে শিল্পমন্ত্রী বলেন, সিঙ্গুর থেকে গুজরাটে চলে গিয়েও সেখানে আর ন‌্যানো তৈরি করে না টাটা। দু’চাকার গাড়ি উৎপাদন হয়। বিরোধীরা প্রকৃত তথ‌্য চেপে গিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন। ওঁরা রাজ‌্য নিয়ে নেগেটিভ তথ‌্য দিচ্ছেন, ভুয়ো খবর প্রচার করছেন। এরপরই বিজেপি বিধায়কদের আক্রমণ করে মন্ত্রী শশী পাঁজা বলেন, প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ দুই শিল্পপতি বিজয় মালিয়া (Vijay Mallya) ও নীরব মোদি (Nirav Modi) কীভাবে তাঁর চোখ এড়িয়ে দেশ ছেড়ে পালিয়ে গেলেন? এই প্রশ্নের উত্তর কে দেবে? পাশাপাশি এদিন জর্জ সোরেসের উদ্ধৃতি দিয়েও সরাসরি প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন শিল্পমন্ত্রী। পাশাপাশি বিরোধীদের উদ্দেশে‌ জানতে চান, এসবিআই ও জীবন বিমায় গচ্ছিত মধ‌্যবিত্তের সমস্ত আমানত কি নিরাপদ? অন্যদিকে, রাজ‌্য যে পরিকাঠামো ও ‘ল‌্যান্ড-ব‌্যাংক’ (Land Bank) তৈরি করেছে, তার বিস্তারিত তথ‌্য তুলে ধরে বাংলায় বিনিয়োগের ক্ষেত্র যে প্রস্তুত, তা বারে বারে বুঝিয়ে দেন শিল্পমন্ত্রী।

শশী পাঁজা স্পষ্ট জানান, বিরোধী দলনেত্রী ও মুখ‌্যমন্ত্রী, দুই সময়েই মমতা বন্দ্যোপাধ‌্যায়ের নীতি একটাই ছিল, জোর করে কোনওভাবে জমি নেওয়া হবে না। শিল্প করতে হলে প্রয়োজনে বিনিয়োগকারীরা জমি কিনে নেবেন। নয়তো অকৃষি জমি নিয়ে রাজ্যের যে ল‌্যান্ড-ব‌্যাংক আছে সেখান থেকেও নিতে পারেন। তবে জমি নিয়ে ফেলে রাখা যাবে না। এরপরই মন্ত্রী মনে করিয়ে দেন, ৩,৫৭৪ জন অনিচ্ছুক কৃষককে মুখ‌্যমন্ত্রী ২০১১ সাল থেকে যে মাসিক দু’হাজার টাকা করে ভাতা দেন, তা এখনও চলছে।

 

 

spot_img

Related articles

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল 

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল। সংস্থার স্পষ্ট বক্তব্য, ওভারহেড তারের বদলে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম করা...

কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয়...

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...

আন্তর্জাতিক স্বীকৃতির লক্ষ্যে ব্ল্যাক বেঙ্গল গোট! পুরুলিয়ায় রাজ্যের বিশেষ প্রকল্প

আন্তর্জাতিক বাজারে ব্ল্যাক বেঙ্গল গোট (Black Bengal Goat)-এর স্বাদ ও গুণমানের স্বীকৃতি আদায়ের লক্ষ্যে এবার বড় পদক্ষেপ নিল...