Saturday, August 23, 2025

সরকারের স*মালোচনা করার চাকরি গেল ইংল‍্যান্ডের প্রাক্তন ফুটবলারের

Date:

ব্রিটিশ সরকারের একটি নীতির সমালোচনা করার অভিযোগে ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার গ্যারি লিনেকারকে, সাময়িক ভাবে বিশেষজ্ঞের কাজ থেকে সরিয়ে দিল বিবিসি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্রিটিশ সরকারের একটি নীতির সমালোচনা করেছিলেন তিনি। গ‍্যারি লিনেকারের ওই মতামতকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মনে করছে বিবিসি। তাই লিনেকারকে সাময়িকভাবে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চ‍্যানেল কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, সরকারের সমালোচনা করা পোস্ট নিয়ে চ্যানেল কর্তৃপক্ষ ইংল‍্যান্ডের প্রাক্তন ফুটবলার লিনেকারের সঙ্গে আলোচনায় বসেছিলেন। কিন্তু তাতে কোন সমাধান সূত্র মেলেনি। আর তারপরই লিনেকারকে সাময়িকভাবে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিবিসি।

এই নিয়ে বিবিসি তাদের বিবৃতিতে বলেছে, “সোশ্যাল মিডিয়া ব্যবহার সম্পর্কে একটি সম্মত এবং স্পষ্ট অবস্থান না পাওয়া পর্যন্ত লিনেকার ‘ম্যাচ অফ দ্যা ডে’ অনুষ্ঠানে থাকতে পারবেন না। আমাদের ফুটবল এবং অন্য খেলা সংক্রান্ত অনুষ্ঠান সম্প্রচারে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে লিনেকার ছিলেন সবার আগে। আমরা কখনও বলিনি লিনেকার স্বাধীনভাবে নিজের মতামত প্রকাশ করতে পারবেন না বা কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁর ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থাকতে পারবে না। তবে কোনও রাজনৈতিক পক্ষ নেওয়া বা রাজনৈতিক বিতর্ক থেকে তাঁকে দূরে থাকতে হবে। সোশ্যাল মিডিয়ায় লিনেকারের সাম্প্রতিক মন্তব্য আমাদের নির্দেশিকা লঙ্ঘন করেছে।”

গ‍্যারি লিনেকার এই নিয়ে জানিয়েছেন, “চ্যানেল কর্তৃপক্ষই আমাকে আপাতত ‘ম্যাচ অফ দ্যা ডে’ থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন।”

বিবিসিতে ‘ম্যাচ অফ দ্যা ডে’ নামে একটি অনুষ্ঠানের প্রধান বিশেষজ্ঞ ছিলেন লিনেকার। ১৯৯৯ সাল থেকে অনুষ্ঠানটির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ব্রিটেনে অনুষ্ঠানটি যথেষ্ট জনপ্রিয়। লিনেকারের মতো একজন ফুটবলারকে এভাবে সরিয়ে দেওয়ায় ফুটবলপ্রেমীদের একাংশ বিবিসির সমালোচনা করেছেন।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version