Friday, November 28, 2025

আইএসএল-এর ফাইনালে এটিকে মোহনবাগান

Date:

Share post:

আইএসএল-এর ফাইনালে পৌঁছে গেল এটিকে মোহনবাগান। সোমবার ঘরের মাঠে টাইব্রেকারে ৪-৩ গোলে হায়দরাবাদ এফসিকে হারাল জুয়ান ফেরান্দোর দল। নির্ধারিত সময় পযর্ন্ত ম‍্যাচ শেষ হয় গোলশূন‍্য ভাবে। ম‍্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষমেশ টাইব্রেকারে ৪-৩ গোলে হায়দরাবাদকে হারায় বাগান ব্রিগেড। দুরন্ত সেভ করেন বাগান গোলরক্ষক বিশাল কাইথ। শনিবার ফাইনালে বাগানের সামনে বেঙ্গালুরু এফসি।

আইএসএল সেমিফাইনালের প্রথম লেগে হায়দরাবাদ এফসির সঙ্গে গোলশূন‍্য ড্র করেছিল এটিকে মোহনবাগান। তাই সোমবার ঘরের মাঠে বাগানের কাছে ম‍্যাচ ছিল মরণ-বাঁচন ম‍্যাচ। তাই ম‍্যাচে এদিন প্রথম থেকেই আক্রমণে ঝাঁপায় জুয়ানের দল। এদিন আক্রমণ ভাগে দিমিত্রি পেত্রাতোসকে সামনে রেখে তাঁকে সাহায্য করার জন্য মনবীর সিং, হুগো বৌমোসকে এবং কিয়ান নাসিরিকে রেখে দল সাজান কোচ জুয়ান ফেরান্দো। ২২ মিনিটে সুযোগ তৈরি হয় বাগানের সামনে। মনবীরের শট বাঁচিয়ে দেন হায়দরাবাদ এফসি। এরপর পাল্টা আক্রমণে ঝাঁপায় হায়দরাবাদ। কিন্তু দু’পক্ষই আক্রমণে ঝাঁপালেও, প্রথমার্ধে কেউই গোলের দরজা খুলতে পারেনি। যার ফলে প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে গোলশূন‍্য।

দ্বিতীয়ার্ধেও চলে একের পর এক আক্রমণ। ম‍্যাচের ৫৭ মিনিটের মাথায় আবারও গোলের সুযোগ পেয়ে গিয়েছিল মোহনবাগান। কিন্তু অল্পের জন্য এগোতে পারেনি বাগান ব্রিগেড। ডান দিকে বল পেয়ে আশিস রাই পাস দেয় হুগো বৌমোসকে। বক্সের সামান্য বাইরে থেকে বৌমোসের গড়ানো শট ঝাঁপিয়ে বাঁচিয়ে দেন হায়দরাবাদ গোলরক্ষক গুরমিত সিং। পাল্টা আক্রমণে ঝাঁপায় হায়দরাবাদ। তবে ওগবেচেকে নড়তেই দেননি প্রীতম-শুভাশিসরা। কিয়ানকে তুলে মাঠে নামান লিস্টন কোলাসোকে। এরপর ম‍্যাচের ৭৩ মিনিটে বৌমোসকে তুলে নিয়ে ফেডেরিকোকে মাঠে নামান জুয়ান। এরই মধ‍্যে ৮২ মিনিটের সহজ গোল নষ্ট করেন স্লাভকো। এরপর আক্রমণে গেলেও নির্ধারিত সময় গোলের দরজা খুলতে পারেনি দু’দল। ম‍্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তবে অতিরিক্ত সময়ে ম‍্যাচের ফলাফল না আসায় ম‍্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষমেশ টাইব্রেকারে ৪-৩ গোলে হায়দরাবাদকে হারায় বাগান ব্রিগেড।

আরও পড়ুন:শ্রেয়াসের চোট নিয়ে কী বললেন রোহিত?

 

spot_img

Related articles

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ ছেলে...

তৃণমূলের উত্তর দিতে ব্যর্থ কমিশন! CCTV প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনের দেওয়া সময় মেনেই দিল্লিতে কমিশন দফতরে শুক্রবার প্রশ্ন নিয়ে গিয়েছিলেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল। তৃণমূলের প্রশ্নের...

মৃত ভোটার ছাড়ালো ১৫ লক্ষ, ডুপ্লিকেট ৫৮ হাজার! প্রকাশ্যে কমিশনের ত্রুটি

প্রতিটি নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধনী না হলেও সংশোধিত ভোটার তালিকা তৈরি করে নির্বাচন কমিশন। তার পরেও ঘটা...

দায়ী ত্রুটিপূর্ণ App: এবার মোদির রাজ্যে BLO মৃত্যুতে কাঠগড়ায় কমিশন

খোদ নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার চাপে জারি মৃত্যু মিছিল। কখনও সেখানে কাজের চাপ সহ্য...