Saturday, August 23, 2025

রাজ্য বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব নিয়ে আলোচনার সময় গোর্খা জনজাতি প্রসঙ্গে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Shobhandev Chattopadyay)। তাঁর মন্তব্য নিয়ে বিতর্ক হওয়ায় তিনি সোমবার বিধানসভায় (Assembly) ওই মন্তব্যের রেকর্ড নিয়ে আসেন। সেখান থেকে বিবৃতি দিয়ে মন্ত্রী বলেন, কীভাবে তাঁর বক্তব্যের অপব্যাখ্যা করা হয়েছিল। সোমবার, বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের মুখ্যসচেতক মনোজ টিগ্গা (Manoj Tigga) জানান যে, শোভনদেবের মন্তব্যের প্রতিবাদে আগামী দিনে তাঁরা বড়সড় আন্দোলন করবেন। তারপরই বিবৃতি দেন মন্ত্রী।

শোভনদেব বলেন, “২০ ফেব্রুয়ারি তারিখে বাংলা ভাগের বিরুদ্ধে যে বক্তব্য রেখেছিলাম সেখানে আদিবাসীদের নিয়ে এমন কিছু বলিনি। মাঝি পরগনা জাকাত সংঘ ভুল বুঝে বা রাজনৈতিক দলের ভুল বোঝানোতে আন্দোলন করছে। ওরা ক্ষমা চাওয়ার কথা বলছে। আমি তো ওই কথা উচ্চরণই করিনি। তবুও আদিবাসী ভাইরা আমার কাছে এলে আমি তাদের ভুল ভাঙিয়ে দেবো। আমি কোথাও আদিবাসী সম্প্রদায়কে আঘাত করিনি।“

গত মাসে বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব নিয়ে আলোচনার সময় শোভনদেব গোর্খাদের ‘বহিরাগত’ এবং আদিবাসীদের ‘পরিযায়ী’ বলে মন্তব্য করেছিলেন বলে অভিযোগ করে BJP। যদিও সেই সময়ই এই অভিযোগ উড়িয়ে দেন পরিষদীয় মন্ত্রী।

আরও পড়ুন:আলু চাষীদের পাশেই রাজ্য, বিধানসভায় বিরোধীদের ‘মিথ্যাচার’ ফাঁস

 

Related articles

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...
Exit mobile version