Wednesday, May 21, 2025

৩ মাসের মধ্যে এলাহাবাদ হাইকোর্ট চত্বর থেকে মসজিদ সরানোর নির্দেশ শীর্ষ আদালতের

Date:

শীর্ষ আদালতেও(Supreme Court) ধাক্কা। হাইকোর্টের(High Court) রায় বহাল রেখে দেশের সুপ্রিম কোর্টও জানিয়ে দিল আগামী ৩ মাসের মধ্যে হাইকোর্ট চত্বরে থাকা মসজিদ(Mosque) সরিয়ে নিতে হবে। অন্যথায় হাইকোর্ট বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অধিকার থাকবে এই কাজ করার। সুপ্রিম কোর্টের এহেন নির্দেশের পর স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়েছে।

এলাহাবাদ হাইকোর্ট চত্বরে লিজের জমিতে থাকা এক মসজিদকে নিয়ে মামলা চলছে দীর্ঘ দিন ধরে। ২০১৭ সালে নভেম্বর মাসে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল ৩ মাসের মধ্যে মসজিদটিকে সরিয়ে নিয়ে যাওয়ার। কারণ তার লিজের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এরপর আর ওই জমির দাবি করতে পারে না মসজিদ কমিটি। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে আবেদন করেছিল উত্তর প্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ড ও মসজিদ কমিটি। তবে এদিন শীর্ষ আদালতেও খারিজ হয়ে গেল সে আবেদন।

এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি এমআর শাহ ও বিচারপতি সিটি রবিকুমারের বেঞ্চ জানান, তিন মাসের মধ্যে হাইকোর্ট চত্বরের ওই মসজিদটি সরিয়ে নিতে হবে। উত্তরপ্রদেশ সরকারকে আদালতের পাশেই একটি জমির ব্যবস্থা করে দেওয়ার আবেদন করতে হবে আবেদনকারীকে। যে জমিতে মসজিদটি রয়েছে তা লিজে নেওয়া হয়েছিল। লিজের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আর সেখানে মসজিদ রাখা যায় না। তিন মাসের মধ্যে ওই মসজিদ না সরালে এলাহাবাদ হাইকোর্ট বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওই মসজিদ সরিয়ে দেওয়ার অধিকার থাকবে। যদিও মসজিদ কমিটির পক্ষে সওয়াল করে আইনজীবী কপিল সিব্বল জানান, ১৯৫০ সাল থেকে মসজিদটি ওই জায়গায় রয়েছে। হঠাৎ এভাবে সরিয়ে নিয়ে যাওয়া যায় না। ২০১৭ সালে সরকার বদলের পর অনেক কিছু পরিবর্তন হয়েছে। নতুন সরকার আসার ১০ দিনের মধ্যে এই মসজিদ সরিয়ে নেওয়ার আবেদন করে একটি জনস্বার্থ মামলা করা হয়। জমি দিলে সেই জায়গায় মসজিদ সরিয়ে নিতে আমাদের আপত্তি নেই।

Related articles

বাতিল জিনিসপত্রে ভবিষ্যৎ বিজ্ঞানের খোঁজ, ‘হুলুস্থুল’ কাণ্ড অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের মঞ্চে!

অংশুমান চক্রবর্তীনাটক (Theatre) বলে জীবনের কথা। আবার বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কিছু কল্পনার সমাহারে বিন্যাস হয় নাট্য ভাবনার। বার্তা...

যোগী রাজ্যে ফের ধর্ষণ, ভুট্টার ক্ষেত থেকে উদ্ধার মহিলার অর্ধনগ্ন দেহ!

বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে ফের নারী হেনস্থা। উত্তরপ্রদেশের আল্লাপুর (Allapur, UP) এলাকায় ভুট্টার ক্ষেত্রীকে মহিলার অর্ধনগ্ন দেহ...

বুধে উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, উত্তরবঙ্গ উন্নয়নে জোর রাজ্যের

বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর তিন দিনের উত্তরবঙ্গ সফরের শেষ দিনে উত্তরকন্যায় একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে অংশগ্রহণ করবেন।...

IPL-এর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সম্মেলনের প্রচার SFI-এর! কী বলছেন সৃজন

CPIM-এর মতো বাম ছাত্র সংগঠনগুলির সমর্থনও কি তলানিতে? না হলে কেন সর্বভারতীয় সম্মেলনে লোক টানতে আইপিএলকে কাজে লাগিয়েছে...
Exit mobile version