Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

১) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। শ্রীলঙ্কাকে নিউজিল্যান্ড হারিয়ে দেওয়ার ফলে ফাইনালের টিকিট পাকা করে ফেলল রোহিত শর্মা-বিরাট কোহলিরা। ফাইনালে রোহিতদের সামনে অস্ট্রেলিয়া।

২) ড্র হল ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। আর এরফলে বর্ডার-গাভাস্কর ট্রফি জয় ভারতের। সিরিজের ফলাফল ২-১। আহমেদাবাদে চতুর্থ টেস্ট ড্র হতেই সিরিজ জিতে নিল রোহিত শর্মার দল।

৩) আইএসএল-এর ফাইনালে পৌঁছে গেল এটিকে মোহনবাগান। সোমবার ঘরের মাঠে টাইব্রেকারে ৪-৩ গোলে হায়দরাবাদ এফসিকে হারাল জুয়ান ফেরান্দোর দল। নির্ধারিত সময় পযর্ন্ত ম‍্যাচ শেষ হয় গোলশূন‍্য ভাবে।

৪) অজিদের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলে ম‍্যাচের সেরা হয়েছেন বিরাট কোহলি। ম‍্যাচ সেরা হয়ে কোহলি বলেন,” একজন ক্রিকেটার হিসাবে নিজের কাছে যে প্রত্যাশা থাকে সেটা আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।

৫) শ্রেয়াস আইয়ারের চোটের অবস্থা যে ভালো নয়, তা আরও একবার বোঝা গেল ভারত অধিনায়ক রোহিত শর্মার কথাতেই। রোহিতের কথায় শ্রেয়াসের চোটের অবস্থা মোটেও ভাল নয়। তবে কবে শ্রেয়াস আবার মাঠে খেলতে পারবেন, তা নিশ্চিত করেননি রোহিত।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ