Wednesday, November 5, 2025

আন্তর্জাতিক ট্রাই নেশন টুর্নামেন্টের জন্য ২৩ জনের অস্থায়ী দল ঘোষণা করলেন স্টিমাচ

Date:

আসন্ন আন্তর্জাতিক ট্রাই নেশন টুর্নামেন্টের জন্য ২৩ জনের অস্থায়ী দল ঘোষণা করলেন ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ। ২৩ জনের দলে জায়গা হল না চলতি আইএসএল-এর সেরা গোলরক্ষক বিশাল কাইথ, এবং এটিকে মোহনবাগানের অন‍্যতম ফুটবলার প্রীতম কোটালের। জায়গা হলো না লিস্টোন কোলাসোর। যদিও রিজার্ভ দলে আছেন তাঁরা।

২২ মার্চ থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক ট্রাই নেশন টুর্নামেন্ট। ২২ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত খুমান লাম্পাক স্টেডিয়ামে খেলা হবে এই টুর্নামেন্ট। সেখানেই ভারতীয় দল মায়ানমার এবং কিরগিজ রিপাবলিকের বিরুদ্ধে খেলবে। তার জন‍্য ২৩ জনের অস্থায়ী দল ঘোষণা করেন ভারতীয় দলের কোচ। এই ২৩ জন ফুটবলারকে নিয়ে কলকাতায় ৫ দিনের প্রস্তুতি শিবিরের ব্যবস্থাও করা হয়েছে এআইএফএফ এর তরফে। প্রস্তুতি শিবিরটি শুরু হবে ১৫ই মার্চ থেকে।

যে ২৩ জন ফুটবলার জাতীয় দলে সুযোগ পেয়েছেন তাদের মধ্যে ১৪ জন ফুটবলার বুধবার থেকে কলকাতায় প্রস্তুতি শুরু করবেন এবং আইএসএল ফাইনাল খেলতে চলা ৯ জন ফুটবলার আইএসএল ফাইনাল খেলে ১৯ মার্চ যোগ দেবেন ভারতীয় দলের সঙ্গে। ২৩ জন ফুটবলারের পাশাপাশি রিজার্ভে আরও ১১ জন ফুটবলারের নাম ঘোষণা করেছেন স্টিমাচ।

একনজরে দেখে নিন ২৩ জনের ভারতীয় দল:
গোলরক্ষক- গুরপ্রীত সিং সান্ধু, ফুরবা লাছেনপা টেমপা, অমরিন্দর সিং।

ডিফেন্ডার- সন্দেশ ঝিঙ্গান, রোশান সিং, আনওয়ার আলি, আকাশ মিশ্র, চিংলেনসানা কোনশাম, রাহুল ভেকে, মেহতাব সিং।

মিডফিল্ডার- সুরেশ ওয়াংজাম, রোহিত কুমার, অনিরুদ্ধ থাপা, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, ইয়াসির মহম্মদ, ঋত্বিক দাস, জেকসন সিং, লাল্লিয়ানজুয়ালা চাঙতে, বিপিন সিং, গ্লেন মার্টিন্স।

ফরোয়ার্ড- মনবীর সিং, সুনীল ছেত্রী, শিভাসাকথি নারায়ানান।

একনজরে রিজার্ভ দল:

গোলরক্ষক-বিশাল কাইথ, প্রভসুখান গিল।

ডিফেন্ডার-শুভাশিস বসু, প্রীতম কোটাল, আশিস রাই, নরেন্দ্র গাহলৌত।

মিডফিল্ডার-লিস্টন কোলাসো, নিখিল পুজারি, সাহাল আব্দুল সামাদ, নাওরেম মহেশ সিং।

ফরোয়ার্ড-ঈশান পণ্ডিতা।

আরও পড়ুন:ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে অস্ট্রেলিয়ার নেতৃত্বে স্টিভ স্মিথ

 

 

Related articles

দিনহাটার সাবেক ছিটমহলে মন্ত্রীর হস্তক্ষেপে মিটল অচলাবস্থা, শুরু হল এসআইআর প্রক্রিয়া 

দিনহাটার সাবেক ছিটমহল পোয়াতুরকুঠি ও করলা এলাকায় গিয়ে এসআইআর (Summary Revision of Electoral Roll) নিয়ে বাসিন্দাদের বোঝালেন উত্তরবঙ্গ...

অবাধে কাজ করছে BLO-রা, কমিশনের ব্যাখ্যার পরেও কুৎসা! জবাব তৃণমূলের

অতি দ্রুত এসআইআর প্রক্রিয়া শুরু। একাধিক সমস্যার মধ্যেও সক্রিয়ভাবে যোগদান বিএলও-দের। বাড়ি বাড়ি ফর্ম ফিলাপের (form fill up)...

মদনমোহন মন্দিরে রাস উৎসবের সূচনা, ভক্তদের ভিড়ে মুখর কোচবিহার

রাজআমলের প্রথা মেনে কোচবিহারের মদনমোহন মন্দিরে শুরু হল রাস উৎসব। এদিন সন্ধ্যায় দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি ও কোচবিহারের...

বিজেপির এসআইআর ষড়যন্ত্র: ব্য়র্থ করে দিতে স্লোগান মুখ্যমন্ত্রীর

বাংলায় হালে পানি পাচ্ছে না বিজেপি। ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির ‘আবকি বার ৪০০ পারে’র প্রচার মুখ থুবড়ে পড়েছে।...
Exit mobile version