Thursday, August 28, 2025

নিয়োগ দু*র্নীতি (Recruitment Scam)কাণ্ডে অভিযুক্ত কুন্তল ঘোষের (Kuntal Ghosh)থেকে টাকা নেওয়ার অভিযোগ টলি অভিনেতা বনি সেনগুপ্তর (Boni Sengupta)বিরুদ্ধে। গত বৃহস্পতিবার কুন্তল ঘোষের সঙ্গে যোগাযোগ নিয়ে অভিনেতা বনি সেনগুপ্তকে (Actor Boni Sengupta) দু’দফায় প্রায় সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি (ED)। ফের আজ মঙ্গলবার তাঁকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল। সকাল ১১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে (CGO Complex) নথি নিয়ে আসতে বলা হলেও, নির্ধারিত সময়ের খানিকটা পরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে উপস্থিত হন অভিনেতা বনি। তাঁকে গাড়ির নথি সংক্রান্ত তথ্য নিয়ে যেতে বলা হয়েছিল। আজ প্রায় ঘণ্টা দেড়েকের জিজ্ঞাসাবাদের পর কমপ্লেক্স থেকে বেরিয়ে বনি সাংবাদিকদের জানান,তিনি প্রয়োজনীয় সব নথি জমা করেছেন এবং ভবিষ্যতে আর তাঁকে ডাকা হবে না বলেই আশাবাদী তিনি। এখানেই শেষ নয়, সাংবাদিকরা বনির কাছে জানতে চান তাঁকে টাকা ফেরত দেওয়ার কথা ইডির তরফ থেকে কিছু বলা হয়েছে কিনা। সেই প্রশ্নে বনি জানান সব টাকা তাঁর তাই ফেরতের কোনও প্রশ্ন নেই।

নিয়োগ দুর্নীতির তদন্ত করছে ইডি। একের পর নাম বলেছেন কুন্তল ঘোষ,সেইমতো তদন্তকারী অফিসারেরা খোঁজ করতে শুরু করেছেন। সেই সূত্র ধরেই উঠে এসেছে অভিনেতা বনির নাম। তিনি যদিও জানিয়েছেন একটি গাড়ি কেনার টাকা দিয়েছেন কুন্তল। ইডি সূত্রে খবর, কুন্তল ঘোষ যে গাড়ি বনিকে দিয়েছিলেন, সেই ল্যান্ড রোভার ডিসকভারি সংক্রান্ত কাগজপত্র নিয়ে তাঁকে আজ মঙ্গলবার দেখা করতে বলা হয়েছিল। বনি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, পাঁচ বছরের মাথায় তিনি ওই ল্যান্ড রোভার ডিসকভারি গাড়িটি বিক্রি করে দিয়েছেন। এরপর আজ সব নথি জমা দিয়ে বেরনোর সময় অভিনেতা বলেন, ইডি আধিকারিকরা যা যা জানতে চেয়েছিলেন তিনি সেই সম্পর্কিত সব ধরণের সহযোগিতা করেছেন। বনি জানান, তাঁকে আর ডাকা হবে না বলে তিনি আশাবাদী। যদিও ইডি ঠিক কী প্রশ্ন করেছে বা কোন কোন নথি জমা দিলেন সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেতা।

 

Related articles

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...
Exit mobile version