Monday, August 25, 2025

“আপনাদের সাংসদরা কোথায়?” কংগ্রেসের ডাকা বিরোধী বৈঠকে প্রশ্ন DMK সাংসদের

Date:

মুখেই ‘মারিতং জগত’! সংসদে শাসকদলকে চাপে ফেলতে সব বিরোধী দলগুলিকে ডেকে বৈঠক করছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে(Mallikarjun Kharge)। তবে কার্যক্ষেত্রে সংসদের অন্দরে উপস্থিত থাকছেন না কংগ্রেসের(Congress) সাংসদরা। যার জেরে বিরোধী বৈঠকে যা কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তা আর বাস্তবায়িত হচ্ছে না। এর জেরেই এবার কংগ্রেসের ডাকা বৈঠকে উপস্থিত হয়ে ডিএমকে(DMK) সাংসদ টিআর বালু(T R Baalu) প্রশ্ন তুললেন, ‘আপনাদের সাংসদরা কোথায়?’ কংগ্রেসকে তাদের বাস্তব পরিস্থিতি বিচার করে আরও সক্রিয় ও সতর্ক হওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

সংসদে বিরোধী রণকৌশল তৈরি করতে মঙ্গলবার ফের বৈঠক ডেকেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সেই বৈঠকে আলোচনা চলাকালীন কোনও মন্তব্য করেননি ডিএমকে সাংসদ টিআর বালু। বৈঠকের একেবারে শেষ পর্যায়ে তিনি মন্তব্য করেন, সংসদে কংগ্রেস সাংসদদের অনুপস্থিতির জেরে এক আলোচনার কোনওটাই বাস্তবায়িত করা যায়নি। সংসদে অনেককিছু করার পরিকল্পনা নেওয়া হয়, কিন্তু যোগ্য নেতৃত্ব ও সমন্নয়ের অভাবে কিছুই বাস্তবায়িত হয় না। বেশিরভাগ কংগ্রেস সাংসদই অনুপস্থিত থাকেন বিশেষ করে বিকেলের সময়ে। খাড়গের কাছে তিনি আবেদন জানান বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য।

উল্লেখ্য, সোমবার থেকে সংসদে শুরু হয়েছে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। যেখানে আদানি ইস্যুতে সরব হয়েছেন বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা। অধিবেশন শুরুর আগে নিয়ম করে সকালে বিরোধী দলগুলির বৈঠক ডাকছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এই বৈঠকে যোগ দিতে দেখা গিয়েছে আপ, ডিএমকে, সিপিআই, সিপিএম, আরজেডি সহ মোট ১৬ রাজনৈতিক দলকে। তবে এই বৈঠকে যোগ দিতে দেখা যায়নি তৃণমূলকে। এরইমাঝে এই বৈঠক ও বাস্তব ক্ষেত্রে তার প্রয়োগ নিয়ে প্রশ্ন তুললেন ডিএমকে সাংসদ। পাশাপাশি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন সংসদে কংগ্রেস সাংসদদের গা ছাড়া মানসিকতা।

Related articles

মহিলা সংঘের ভোটে বিপুল জয় তৃণমূলের, অন্য সমিতিতে জিতেই নন্দীগ্রামে ‘তাণ্ডব’ বিজেপির!

নন্দীগ্রামের সমবায় নির্বাচনে একদিকে নাটশাল–১ মহিলা সংঘে বিপুল জয় পেল তৃণমূল, অন্যদিকে বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বোর্ড...

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...
Exit mobile version