Friday, August 22, 2025

কলকাতায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার! কী জানালেন মুখ্যমন্ত্রী, BGBS-এর দিন ঘোষণা

Date:

রাজ্যে শিল্পোন্নয়নে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। জমি অধিগ্রহণে যাতে কোনও সমস্যা না হয়, সেই নিয়ে জট কাটাতে শিল্পপতিদের সঙ্গে নবান্নে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে এবারের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের দিনক্ষণও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।

২১-২৩ নভেম্বর রাজ্যে BGBS
মুখ্যমন্ত্রী জানান, বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন ২১-২৩ নভেম্বর। সেই বিষয় নিয়ে প্রচারের কথাও জানান মমতা। বিভিন্ন রাজ্যে ৮-৯টি পদযাত্রা, প্রচার সভা আয়োজন করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী কর্মসংস্থান ও শিল্পের উন্নতি নিয়ে একাধিক বড় ঘোষণা করেন। তিনি জানান, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তাদের শাখা অফিস খুলছে কলকাতায়। এই বিষয়ে রাজ্যের সঙ্গে সংশ্লিষ্ট বেসরকারি কোম্পানির সঙ্গে ২১ তারিখ মৌ স্বাক্ষর করবে রাজ্য সরকার। বণিক সভার সকলকে থাকতে আবেদন জানান মুখ্যমন্ত্রী।
• ওয়াল্ড ট্রেড সেন্টারটি তৈরি করতে ১৫০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে।
• ওই ট্রেড সেন্টার হবে ৩৫ হাজার বর্গ ফুটের।
• আনুমানিক ৩০ হাজার কর্মসংস্থান হবে।

পাশাপাশি, রাজ্যে শিল্পের জন্যে জমি অধিগ্রহণের বিষয়ে মুখ্যমন্ত্রী ফের জানান, জোর করে জমি নেওয়া হবে না। অধিগ্রহণের জন্য ৮ হাজার একর জমি চিহ্নিত করা হয়েছে।

আর কী কী ঘোষণা-
• টাটানগর ফ্যাক্টরি বন্ধ করে টাটা হিতাচি খড়গপুরে আসছে।
• ক্ষুদ্র ও কুটির শিল্পে ১ লক্ষ ১৪ হাজার লক্ষ কোটি টাকা ঋণ দেবে সরকার।
• ক্ষুদ্র ও কুটির শিল্পে ৪১ লক্ষ নয়া কর্মসংস্থান হবে।
• ২টো ওয়াগন কারখানা এসেছে বাংলায়।
• নয়াচর মেগা ওয়াটার হাব হচ্ছে।
• ১০৫ মৎস্য সমবায় গঠন করা হয়েছে।
• ফিশ প্রসেসিং ফ্যাক্টরি হচ্ছে।
• স্বনির্ভর গোষ্ঠীতে ১৩ হাজার ৮৯৫ কোটি টাকা বিনিয়োগ।
• ১ কোটি কর্মসংস্থান হয়েছে।
• ১৮৬০ কোটি বিনিয়োগে ইথানল ৯টি ইউনিটের প্রস্তাব দেওয়া হয়েছে।
• ৯০টি বিনিয়োগের প্রস্তাবে ইতিমধ্যে অনুমোদন দেওয়া হয়েছে।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version