Saturday, May 3, 2025

একেই বোধ হয় বলে কপাল! লিওনেল মেসিকে যেন ছুঁয়েও ছোঁয়া হলো না আর্লিং হলান্ডের! চ্যাম্পিয়নস লিগের নকআউট ম্যাচে ৫ গোল করে মেসির সঙ্গে এক আসনে বসেছিলেন। সেই মেসিকেই আবার ছাড়িয়ে গিয়েছিলেন সবচেয়ে কম সময়ে ৫ গোল করার রেকর্ডে। এরপরও এক জায়গায় মেসিকে ছুঁতে পারা অধরাই থেকে গেল হলান্ডের কাছে।
তথ্য পরিসংখ্যান বলছে, হলান্ডের আগে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে একটি ম্যাচে একাই ৫ গোল করার কৃতিত্ব আছে শুধুমাত্র মেসি ও লুইজ আদ্রিয়ানোর। ২০১২ সালে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে ৫ গোল করেছিলেন মেসি। আর ২০১৪ সালে বেলারুশের ফুটবল ক্লাব বরিসভের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন আদ্রিয়ানো। যদিও হলান্ডের আগে চ্যাম্পিয়নস লিগের নকআউটে একটি ম্যাচে ৫ গোল করার নজির শুধু মেসিরই ছিল। এই কীর্তির মতো মেসির আরেকটা কীর্তির পাশেও এক আসনে হলান্ড।
মেসির মতো প্রথমার্ধেই হ্যাটট্রিক করেছেন এই নরওয়েজিয়ান তারকা। মেসি অবশ্য লেভারকুসেনের বিপক্ষে প্রথমার্ধে হ্যাটট্রিক পাননি। সেই ম্যাচে হ্যাটট্রিক করতে মেসির লেগেছিল ৪৯ মিনিট। প্রথমার্ধে মেসি হ্যাটট্রিক করেছিলেন ২০১০ সালে আর্সেনালের বিপক্ষে। সেই ম্যাচে একাই ৪ গোল করেছিলেন মেসি।হলান্ড অবশ্য ৫ গোল করায় দ্রুততম। ৫৭ মিনিটের মধ্যে করেছেন ৫ গোল। যেখানে লুইজ আদ্রিয়ানোর সময় লেগেছিল ৮২ মিনিট ও মেসির ৮৪ মিনিট। তবে একমাত্র মেসির সব কটি গোল ওপেন প্লে থেকে এসেছে।
আরও একটি তথ্য হল, ৫ গোলের মধ্যে পেনাল্টি থেকে কোনও গোল করেননি মেসি। সেখানে হলান্ডের প্রথম গোলটাই এসেছিল পেনাল্টি থেকে। তবে বাকি ৪ গোলই এসেছে ওপেন প্লে থেকে। অন্যদিকে আদ্রিয়ানোর ৫ গোলের মধ্যে প্রথম ও শেষ গোল এসেছিল পেনাল্টি থেকে। সবমিলিয়ে মেসিকে টপকে যাওয়া অধরাই থেকে গেল হলান্ডের কাছে।

 

Related articles

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল...

ডবল ইঞ্জিন রাজ্যেই প্রশাসনিক ব্যর্থতা! গোয়ায় পদপিষ্টের ঘটনায় তোপ অভিষেকের

বারবার বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলিতেই প্রশাসনিক ব্যর্থতার কারণে মৃত্যু মিছিল। অথচ বাংলায় কিছু হলেই সেই দিল্লির বিজেপি নেতারা...

প্রকাশিত হল হাই-মাদ্রাসা-আলিম- ফাজিল পরীক্ষার ফল, শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরের দিন হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল(High Madrasah, Alim and Fazil Result) প্রকাশিত হল।...

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...
Exit mobile version