Saturday, August 23, 2025

কেন্দ্রীয় সরকারি কর্মীদের বকেয়া DA দেওয়া হবে না, সংসদে স্পষ্ট জানালো সরকার

Date:

কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের বকেয়া মহার্ঘভাতা দেবে না মোদি সরকার। বুধবার সংসদে এক লিখিত প্রশ্নের উত্তরে একথা স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। কেন্দ্রের এহেন সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ কেন্দ্রীয় সরকারি কর্মীরা। পাশাপাশি এই ঘটনায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল।

করোনাকালে ১৮ মাসের জন্য সকল কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশন ভোগীদের ডিএ আটকে দেয় সরকার। পরবর্তীকালে এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফে আর কোনও উচ্চবাচ্য করা হয়নি। এবার সংসদে লিখিত প্রশ্নের উত্তরে এ বিষয়ে নিজেদের অবস্থান জানিয়ে দেওয়া হলো মোদি সরকারের তরফে। কেন্দ্র সরকারের সামনে তিনটি প্রশ্ন রাখা হয়েছিল –
১. কোভিড-১৯ প্যানডেমিকের সময় বন্ধ হওয়া ১৮ মাসের ডিএ বকেয়া অদূর ভবিষ্যতে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের দেওয়ার কোনও পরিকল্পনা সরকারের আছে কিনা এবং যদি থেকে থাকে, তাহলে তার বিশদ বিবরণ কী এবং সরকার কখন দেওয়ার কথা ভাবছে?
২. উল্লিখিত ডিএ বকেয়া প্রকাশে বিলম্বের কারণ কী?
৩. কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ বকেয়া বিতরণের জন্য মোট কত পরিমাণ অর্থ তহবিল প্রয়োজন?

এ প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, বকেয়া ডিএ/ডিআর-এর বেশিরভাগটাই ২০২০-২১ চ্যালেঞ্জিং অর্থবর্ষের সময়কার। ২০২০ সালে দেশের অর্থনীতির উপর করোনা প্যানডেমিকের নেতিবাচক প্রভাব পড়েছিল। সেই কারণে মহার্ঘভাতা সম্ভাব্য আর্থিক সহায়তা হিসেবে গণ্য করা সম্ভব নয়, তাই কেন্দ্রীয় সরকার ১৮ মাসের বকেয়া ডিএ কিংবা ডিআর দেবে না। কেন্দ্র সরকারের পক্ষ থেকে বকেয়া ডিএ/ডিআর না দেওয়া প্রসঙ্গে আরও বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের তিনটি কিস্তির ডিয়ারনেস অ্যালাওয়্যান্স ও ডিয়ারনেস রিলিফ স্থগিত রেখে ৩৪৪০২.৩২ কোটি টাকা বাঁচিয়েছে সরকার, সেই টাকা কোভিড প্যানডেমিক জনিত আর্থিক ক্ষতি সামলাতে ব্যবহার করা হয়েছে।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version