Friday, November 14, 2025

কেন্দ্রীয় সরকারি কর্মীদের বকেয়া DA দেওয়া হবে না, সংসদে স্পষ্ট জানালো সরকার

Date:

কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের বকেয়া মহার্ঘভাতা দেবে না মোদি সরকার। বুধবার সংসদে এক লিখিত প্রশ্নের উত্তরে একথা স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। কেন্দ্রের এহেন সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ কেন্দ্রীয় সরকারি কর্মীরা। পাশাপাশি এই ঘটনায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল।

করোনাকালে ১৮ মাসের জন্য সকল কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশন ভোগীদের ডিএ আটকে দেয় সরকার। পরবর্তীকালে এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফে আর কোনও উচ্চবাচ্য করা হয়নি। এবার সংসদে লিখিত প্রশ্নের উত্তরে এ বিষয়ে নিজেদের অবস্থান জানিয়ে দেওয়া হলো মোদি সরকারের তরফে। কেন্দ্র সরকারের সামনে তিনটি প্রশ্ন রাখা হয়েছিল –
১. কোভিড-১৯ প্যানডেমিকের সময় বন্ধ হওয়া ১৮ মাসের ডিএ বকেয়া অদূর ভবিষ্যতে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের দেওয়ার কোনও পরিকল্পনা সরকারের আছে কিনা এবং যদি থেকে থাকে, তাহলে তার বিশদ বিবরণ কী এবং সরকার কখন দেওয়ার কথা ভাবছে?
২. উল্লিখিত ডিএ বকেয়া প্রকাশে বিলম্বের কারণ কী?
৩. কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ বকেয়া বিতরণের জন্য মোট কত পরিমাণ অর্থ তহবিল প্রয়োজন?

এ প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, বকেয়া ডিএ/ডিআর-এর বেশিরভাগটাই ২০২০-২১ চ্যালেঞ্জিং অর্থবর্ষের সময়কার। ২০২০ সালে দেশের অর্থনীতির উপর করোনা প্যানডেমিকের নেতিবাচক প্রভাব পড়েছিল। সেই কারণে মহার্ঘভাতা সম্ভাব্য আর্থিক সহায়তা হিসেবে গণ্য করা সম্ভব নয়, তাই কেন্দ্রীয় সরকার ১৮ মাসের বকেয়া ডিএ কিংবা ডিআর দেবে না। কেন্দ্র সরকারের পক্ষ থেকে বকেয়া ডিএ/ডিআর না দেওয়া প্রসঙ্গে আরও বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের তিনটি কিস্তির ডিয়ারনেস অ্যালাওয়্যান্স ও ডিয়ারনেস রিলিফ স্থগিত রেখে ৩৪৪০২.৩২ কোটি টাকা বাঁচিয়েছে সরকার, সেই টাকা কোভিড প্যানডেমিক জনিত আর্থিক ক্ষতি সামলাতে ব্যবহার করা হয়েছে।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version