Monday, May 5, 2025

নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam)উঠে এল টলিউডের (Tollywood) আরেক তারকার নাম। রাজ্য রাজনীতি জুড়ে আলোচনার শিরোনামে কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। আপাতত ইডি (ED)হেফাজতে রয়েছেন তিনি, গ্রেফতারির পর থেকেই একের পর এক নাম সংবাদমাধ্যমের সামনে বলেছেন অভিযুক্ত কুন্তল। উঠে এসেছে অভিনেতা বনি চক্রবর্তী (Boni Chakraborty) নামও। ইডি তলবে দুবার হাজিরাও দিয়েছেন তিনি। আর তখন থেকে আরও জোরালো হয়েছে নিয়োগ দুর্নীতিতে টলিউডের যোগ। র‍্যাডারে আরও ৪ অভিনেত্রী । এবার সেই তালিকায় প্রকাশ্যে এনা সাহার (Ena Saha)নাম। শুধু অভিনেত্রী নন, টলিপাড়ার কনিষ্ঠতম প্রযোজক তিনি। কী করে এল এত টাকা? এমন কিছু সিনেমা তিনি করেননি যার জন্য সুপারহিট নায়িকার তকমা দেওয়া যায়। তাহলে টাকার উৎস কী? কুন্তলের সঙ্গে কী ভাবেই বা পরিচয়? একগুচ্ছ প্রশ্ন এক ইডি কর্তাদের মাথায়।

নিয়োগ দুর্নীতির টাকা কি এনার প্রযোজনা সংস্থায় ঢেলেছেন কুন্তল? এই বিষয়ে এনার সাফ জবাব, ” আমি কুন্তল ঘোষকে চিনি। আমি ওনার সঙ্গে কাজও করেছি।” এখানেই বাড়ছে জল্পনা। যদিও অভিনেত্রী জানিয়েছেন, প্রসূন গাইন বলে একজনের পরিচালনায় তিনি একটি মিউজিক ভিডিয়ো করেছিলেন । সেই মিউজিক ভিডিয়োটা কুন্তল ঘোষের ইউটিউব ভিডিয়োতে মুক্তি পেয়েছিল। ব্যাস এইটুকুই? ইতিমধ্যেই ‘এসওএস কলকাতা’, ‘চিনে বাদাম’-এর মতো ছবি প্রযোজনা করেছেন এনা। মুক্তির অপেক্ষায়, ‘মাস্টার মশাই আপনি কিচ্ছু দেখেননির মতো ছবি’। টলিপাড়ার একটা অংশের অভিযোগ এনার প্রোডাকশন হাউসে নাকি টাকা বিনিয়োগ করেছিলেন কুন্তল। এই বিষয়ে এনার বক্তব্য, তাঁর ব্যবসার সব কাগজপত্র রয়েছে। কুন্তলের সঙ্গে তাঁর ব্যক্তিগত কোনও সম্পর্ক নেই। কিন্তু এখানেই কি শেষ? নাকি আরও রহস্য লুকিয়ে আছে, এরপর কাদের নাম প্রকাশ্যে আসবে সেই জল্পনাই এখন রাজনৈতিক মহলে।

 

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version