Sunday, August 24, 2025

আরও বিপাকে নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায় (Shantanu Banerjee)। সদ্য দল থেকে বহিষ্কারের পর এবার চাকরিও হারাতে হল শান্তনুকে। বিদ্যুৎ দফতরের কর্মী শান্তনুকে সাসপেন্ড করা হয়েছে। হুগলির মগরায় সংশ্লিষ্ট দফতরে চাকরি করতেন তিনি। রাজ্য বিদ্যুৎ দফতরের তরফ থেকে দেওয়া নোটিশে এমনটাই জানানো হয়েছে। তাঁর বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত শুরু হবে বলেও জানা গিয়েছে। নিয়ম অনুযায়ী, কোনও সরকারি কর্মী ৭২ ঘণ্টার বেশি পুলিশ হেফাজতে থাকলে তাঁকে সাসপেন্ড (Suspend) করা হয়। সেই নিয়ম অনুযায়ীই সাসপেন্ড করা হয়েছে শান্তনুকে।

পরীক্ষা বা ইন্টারভিউ (Interview) দিয়ে নিজের যোগ্যতায় নয়, বাবার মৃত্যুর পর শান্তনু বিদ্যুৎ দফতরে চাকরি পেয়েছিলেন। মগরার সোমড়াবাজারের বিদ্যুৎ দফতরের অফিসে কর্মরত ছিলেন তিনি। ২০১৮ সালে তারকেশ্বর (Tarakeshwar) থেকে জেলা পরিষদের প্রার্থী হয়ে জয়ী হন শান্তনু। তারপরও চাকরি ছাড়েননি তিনি। অবশেষে নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়ে চাকরি থেকে সাসপেন্ড হলেন তিনি।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে কুন্তল ঘোষ (Kuntal Ghosh) গ্রেফতার (Arrest) হওয়ার পর থেকেই শান্তনুর নাম সামনে আসে। আরেক অভিযুক্ত তাপস মণ্ডলও তাঁর নাম বলেছিলেন। এরপর দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। পরে গ্রেফতার হন তিনি। গতকাল, তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠক থেকে কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়কে দল থেকে বহিষ্কারের কথা ঘোষণা করেন ব্রাত্য বসু (Bratya Basu) ও শশী পাঁজা (Sashi Panja)।

 

 

Related articles

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...
Exit mobile version