Monday, November 17, 2025

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট সিরিজ জিতলেও ইন্দোর ও আমেদাবাদে শেষ দুটি টেস্টে জয়ের মুখ দেখতে ব্যর্থ রোহিত শর্মার ভারত। লন্ডনের ওভালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জুনের ৭ তারিখ থেকে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। স্বাভাবিকভাবেই ওভালে ভারত তিন স্পিনার নিয়ে খেলবে না। কেমন হওয়া উচিত ফাইনালে ভারতের কম্বিনেশন? তা নিয়ে জোর চর্চা চলছে।

ওভালে ভারতের টেস্ট একাদশে যে চারজনের জায়গা পাকা তাঁরা হলেন অধিনায়ক রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ। এখন ৫ থেকে ৯ নম্বরে কারা থাকবেন তা নিয়ে জল্পনা চলছে। উইকেটকিপার হিসেবে শ্রীকার ভরতের থাকার সম্ভাবনাই বেশি। যদিও তাঁর কিপিংয়ে খুশি নন দীনেশ কার্তিক। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলের মধ্যে কোনও একজনের বাদ পড়ার সম্ভাবনাও বেশি।

প্রাক্তন ভারত অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এক সাক্ষাৎকারে বলেছেন, অশ্বিন ও জাদেজা দুজনেই ভালো। অক্ষর প্যাটেলের কথাও বলতে হবে। অক্ষর লোয়ার অর্ডারে ব্যাট হাতে ভালো অবদান রাখেন। ভালো বোলিংও করেন সুযোগ পেলেই। জাদেজা, অশ্বিন, অক্ষরের উপস্থিতি ভারতের বড় শক্তি। আমি বুঝছি ওভালে তিনজনকে খেলানো সম্ভব নয়। তবে তিনজনই ভালো পারফর্ম করার ক্ষমতা রাখেন।

ওভাল টেস্ট নিয়ে ভারতের খুব একটা চিন্তার প্রয়োজন নেই বলে উপলব্ধি সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তিনি বলেন, অস্ট্রেলিয়াকে হারানোর জন্য অভিনন্দন। ভারত অস্ট্রেলিয়ায় গিয়ে জিতেছে। ইংল্যান্ডেও জিতেছে। ফলে ইংল্যান্ডে ফাইনাল না জেতার কারণ নেই। ভালো ব্যাট করে ৩৫০ থেকে ৪০০ রান তুলতে হবে। তাহলেই জেতা সম্ভব। শুভমান গিল ৬-৭ মাস ধরে দারুণ খেলছেন। তিনি যে ভারতীয় দলে জায়গা পাকা করে নিয়েছেন সেটাই মনে করেন সৌরভ।

 

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version