ধর্মঘটীদের শোকজ করছে রাজ্য

বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে গত ১০ মার্চ ধর্মঘটের দিনে রাজ্য সরকারি কর্মচারীদের অফিসে বাধ্যতামূলক উপস্থিতি সংক্রান্ত নির্দেশিকা অমান্য করে যেসব কর্মচারীরা অনুপস্থিত ছিলেন তাঁদের কারণ দর্শানোর নোটিশ পাঠানো হচ্ছে। পর্যাপ্ত কারণ ছাড়া অনুপস্থিত কর্মীদের সংশ্লিষ্ট দফতরের মাধ্যমে নোটিশ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। জবাবদিহি সন্তোষজনক না হলে সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। উল্লেখ্য, ওই ধর্মঘটের ডাক দেওয়ার পরই রাজ্য সরকারের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়, সুনির্দিষ্ট কারণ ছাড়া কাজে ওইদিন যোগ না দিলে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তাঁদের কর্মজীবন থেকে ১ দিন বাদ দেওয়া হবে।

আরও পড়ুন- আলিয়া বিশ্ববিদ্যালয়ের নিউটাউন ক্যাম্পাসের মূল প্রবেশদ্বারের উদ্বোধনÂ