Tuesday, November 11, 2025

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (Teacher Recruitment Scam) ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে (CBI) তীব্র ভর্ৎসনা করল আদালত। বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন বিচারক। বিচারক জানতে চান, সিবিআই হেফাজতে (Custody) থাকলেও কেস ডায়েরিতে (Case Diary) কেন নাম নেই শান্তিপ্রসাদ সিনহার (Shanti Prasad Sinha)? এরপরই বিচারক বলেন, আপনারা কি তদন্ত করতে জানেন না?

উল্লেখ্য, সিবিআইয়ের অভিযোগ ছিল, এসএসসি (SSC) উপদেষ্টা কমিটির প্রধান শান্তিপ্রসাদ সিনহার সঙ্গে গভীর যোগাযোগ ছিল আব্দুল খালেকের (Abdul Khalek)। বর্তমানে আলিপুর জজ কোর্টে (Alipore Judge Court) নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত ‘এজেন্ট’ আব্দুল খালেকের জামিনের মামলা চলছে। তারই শুনানিতে বিচারক জানান, নিয়োগ দুর্নীতি মামলায় শান্তিপ্রসাদকে কেবল মাত্র জেলে গিয়ে জেরার আবেদন করছে সিবিআই। কিন্তু কেস ডায়েরিতে তাঁর কোনও নাম নেই। কিন্তু কেন এমন হচ্ছে, তা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে জানতে চেয়েছেন বিচারক। পাশাপাশি তিনি আরও প্রশ্ন তোলেন, কেন এই মামলাতে শান্তিপ্রসাদকে গ্রেফতার দেখানো হচ্ছে না সেই প্রশ্নও তুলেছেন বিচারক।

অভিযোগ, শান্তিপ্রসাদের ক্ষেত্রে সিবিআই কোনও নিয়মকানুন মানেনি। উল্টে তাঁকে হেফাজতে না নিয়ে তাঁর হাতের লেখা পরীক্ষা করার আবেদন করে সিবিআই। সেই নিয়ে বৃহস্পতিবার উষ্মা প্রকাশ করে আদালত। এই প্রসঙ্গে বিচারক স্পষ্ট জানিয়ে দেন, তিনি এ সব মেনে নেবেন না। শান্তিপ্রসাদকে হেফাজতে না নিয়ে কী করে এই আবেদন করা যায়? বেআইনি প্রেয়ার হচ্ছে। আমি এসব কিছুতেই মেনে নেব না।

 

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version