Tuesday, August 26, 2025

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (Teacher Recruitment Scam) ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে (CBI) তীব্র ভর্ৎসনা করল আদালত। বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন বিচারক। বিচারক জানতে চান, সিবিআই হেফাজতে (Custody) থাকলেও কেস ডায়েরিতে (Case Diary) কেন নাম নেই শান্তিপ্রসাদ সিনহার (Shanti Prasad Sinha)? এরপরই বিচারক বলেন, আপনারা কি তদন্ত করতে জানেন না?

উল্লেখ্য, সিবিআইয়ের অভিযোগ ছিল, এসএসসি (SSC) উপদেষ্টা কমিটির প্রধান শান্তিপ্রসাদ সিনহার সঙ্গে গভীর যোগাযোগ ছিল আব্দুল খালেকের (Abdul Khalek)। বর্তমানে আলিপুর জজ কোর্টে (Alipore Judge Court) নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত ‘এজেন্ট’ আব্দুল খালেকের জামিনের মামলা চলছে। তারই শুনানিতে বিচারক জানান, নিয়োগ দুর্নীতি মামলায় শান্তিপ্রসাদকে কেবল মাত্র জেলে গিয়ে জেরার আবেদন করছে সিবিআই। কিন্তু কেস ডায়েরিতে তাঁর কোনও নাম নেই। কিন্তু কেন এমন হচ্ছে, তা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে জানতে চেয়েছেন বিচারক। পাশাপাশি তিনি আরও প্রশ্ন তোলেন, কেন এই মামলাতে শান্তিপ্রসাদকে গ্রেফতার দেখানো হচ্ছে না সেই প্রশ্নও তুলেছেন বিচারক।

অভিযোগ, শান্তিপ্রসাদের ক্ষেত্রে সিবিআই কোনও নিয়মকানুন মানেনি। উল্টে তাঁকে হেফাজতে না নিয়ে তাঁর হাতের লেখা পরীক্ষা করার আবেদন করে সিবিআই। সেই নিয়ে বৃহস্পতিবার উষ্মা প্রকাশ করে আদালত। এই প্রসঙ্গে বিচারক স্পষ্ট জানিয়ে দেন, তিনি এ সব মেনে নেবেন না। শান্তিপ্রসাদকে হেফাজতে না নিয়ে কী করে এই আবেদন করা যায়? বেআইনি প্রেয়ার হচ্ছে। আমি এসব কিছুতেই মেনে নেব না।

 

 

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version