Thursday, December 18, 2025

নিয়োগ দু*র্নীতি মামলায় ফের সিবিআইকে ভর্ৎসনা আদালতের  

Date:

Share post:

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (Teacher Recruitment Scam) ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে (CBI) তীব্র ভর্ৎসনা করল আদালত। বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন বিচারক। বিচারক জানতে চান, সিবিআই হেফাজতে (Custody) থাকলেও কেস ডায়েরিতে (Case Diary) কেন নাম নেই শান্তিপ্রসাদ সিনহার (Shanti Prasad Sinha)? এরপরই বিচারক বলেন, আপনারা কি তদন্ত করতে জানেন না?

উল্লেখ্য, সিবিআইয়ের অভিযোগ ছিল, এসএসসি (SSC) উপদেষ্টা কমিটির প্রধান শান্তিপ্রসাদ সিনহার সঙ্গে গভীর যোগাযোগ ছিল আব্দুল খালেকের (Abdul Khalek)। বর্তমানে আলিপুর জজ কোর্টে (Alipore Judge Court) নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত ‘এজেন্ট’ আব্দুল খালেকের জামিনের মামলা চলছে। তারই শুনানিতে বিচারক জানান, নিয়োগ দুর্নীতি মামলায় শান্তিপ্রসাদকে কেবল মাত্র জেলে গিয়ে জেরার আবেদন করছে সিবিআই। কিন্তু কেস ডায়েরিতে তাঁর কোনও নাম নেই। কিন্তু কেন এমন হচ্ছে, তা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে জানতে চেয়েছেন বিচারক। পাশাপাশি তিনি আরও প্রশ্ন তোলেন, কেন এই মামলাতে শান্তিপ্রসাদকে গ্রেফতার দেখানো হচ্ছে না সেই প্রশ্নও তুলেছেন বিচারক।

অভিযোগ, শান্তিপ্রসাদের ক্ষেত্রে সিবিআই কোনও নিয়মকানুন মানেনি। উল্টে তাঁকে হেফাজতে না নিয়ে তাঁর হাতের লেখা পরীক্ষা করার আবেদন করে সিবিআই। সেই নিয়ে বৃহস্পতিবার উষ্মা প্রকাশ করে আদালত। এই প্রসঙ্গে বিচারক স্পষ্ট জানিয়ে দেন, তিনি এ সব মেনে নেবেন না। শান্তিপ্রসাদকে হেফাজতে না নিয়ে কী করে এই আবেদন করা যায়? বেআইনি প্রেয়ার হচ্ছে। আমি এসব কিছুতেই মেনে নেব না।

 

 

spot_img

Related articles

শতবর্ষে প্রয়াত স্ট্যাচু অফ ইউনিটির ডিজাইনার রাম সুতার, সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

প্রয়াত বর্ষীয়ান ভাস্কর রাম ভানজি সুতার (Ram V Sutar)। মৃত্যুকালে বয়স হয়েছিল ১০০ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত...

SSC-র ‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট

স্কুল সার্ভিস কমিশনের (SSC) ‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ৩১ অগাস্ট পর্যন্ত চাকরি করতে...

মেসি কাণ্ড: রাজ্যের আর্জি মেনে পিছিয়ে গেল শুনানি, রিপোর্ট তলব হাইকোর্টের

যুবভারতীতে মেসি(Messi) বিশৃঙ্খলা কাণ্ডে বল গড়িয়েছে আদালতেও। গত ১৩ ডিসেম্বর যুবভারতীতে মেসি ইভেন্টে বেনজির বিশৃঙ্খলা হয়েছে। তার জেরে ...

সেজে উঠেছে পার্ক স্ট্রিট, বিকেলেই ক্রিসমাস উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী

দুপুরে শিল্প সম্মেলন, বিকেলে বড়দিনের উৎসবের সূচনা, বৃহস্পতিবার একগুচ্ছ কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বিজনেস কনক্লেভের আবহে...