Wednesday, August 27, 2025

দ্রুতগতিতে বাইক চালানোর প্রতিবাদ করে প্রা*ণ দিতে হল শিক্ষক লক্ষ্মীরাম টুডুকে। সোমবার সন্ধ্যায় ডেবরার শ্রীরামপুর এলাকায় ঘটনার সূত্রপাত। দ্রুতগতিতে বাইক চালানোয় প্রতিবাদ থেকে বচসা শুরু হলে এক যুবককে চড় মারেন এলাকার শিক্ষক লক্ষ্মীরাম টুডু। এর পরেই তাঁর উপর লোকজন নিয়ে চড়াও হয় ওই যুবক। শুরু হয় দু’পক্ষের তুমুল হা*তাহাতি, মার*পিট। যার পরিণামে চলে গেল শিক্ষকের জীবন। এই ঘটনায় পুলিশ গ্রে*ফতার করে দোষী তিনজনকে। তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ডেবরা এলাকায়।

জানা গিয়েছে, দু’পক্ষের মারামারিতে মারাত্মক আহত হন লক্ষ্মীরাম টুডু। আহত হয় অপর পক্ষের এক যুবক৷ তুমুল ঝামেলার খবর যায় ডেবরা থানায়। দ্রুত ডেবরা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। লক্ষ্মীরাম টুডুকে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। অবস্থার অবনতি হলে তাঁকে প্রথমে রেফার করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখান থেকে পরে কলকাতায় রেফার করা হয়৷ সন্ধ্যায় খবর আসে কলকাতায় চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে শিক্ষক লক্ষীরাম টুডুর৷ সুমন ভুঁইয়া, অর্ঘ্য ভুঁইয়া ও রবি ভুঁইয়াকে গ্রেফতার করে মেদিনীপুর আদালতে তোলে পুলিশ। লক্ষ্মীরাম টুডু আদিবাসী সংগঠনের একজন নেতা ছিলেন। তাই সংগঠনের কর্মীদের মধ্যেও ক্ষোভের সঞ্চার হয়। বুধবার মৃতদেহ এলাকায় পৌঁছলে ক্ষুব্ধ মানুষ রাস্তায় বিক্ষোভ দেখান। ধৃত ও অভিযুক্তদের বাড়ি ভাঙচুর ও আগুন লাগানো হয়। পরিস্থিতি সামলাতে বিশাল পুলিশ বাহিনী মাঠে নামে। পরিস্থিতি অগ্নিগর্ভ।

আরও পড়ুন- রিং রোডের মাধ্যমে জুড়বে দক্ষিণবঙ্গ, হবে তৃতীয় হুগলি সেতু: ঘোষণা মুখ্যমন্ত্রীর

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version