Wednesday, January 14, 2026

পরীক্ষায় টোকাটুকি করতে না পারার ‘প্র*তিবাদ’, কলেজ লক্ষ্য করে ইঁট বৃষ্টি পরীক্ষার্থীদের

Date:

Share post:

পরীক্ষা হলে কড়া গার্ড দেওয়ার অভিযোগ তুলে বুধবার মুর্শিদাবাদের রাণীনগর থানার শেখপাড়া জি ডি কলেজে কিছু ছাত্র-ছাত্রী ভাঙচুর চালালো। পরীক্ষা হলে ক্লিপবোর্ড নিয়ে ঢুকতে দিতে হবে এই দাবি তুলে ছাত্র-ছাত্রীদের একাংশ কলেজের সামনের রাস্তা দীর্ঘক্ষণ অবরোধ করে রাখে। পরে রানীনগর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে -এবছর আর ডোমকল বসন্তপুর কলেজের আন্ডার গ্রাজুয়েট ছাত্র-ছাত্রীদের তৃতীয় সেমিস্টার পরীক্ষার আসন পড়েছে জিডি কলেজে। অনার্স বিষয়ের পরীক্ষাগুলো শেষ হয়ে যাওয়ার পর গতকাল থেকে শুরু হয়েছে পাস বিষয়গুলোর পরীক্ষা।

সূত্রের খবর- গতকাল পাস বিষয়ে পরীক্ষা শুরু হওয়ার পর কিছু ছাত্র ছাত্রী ক্লিপবোর্ডের উপর উত্তরপত্র রেখে উত্তর লেখার নাম করে কিছু অনৈতিক কাজ করছিল। সে কারণে জিডি কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় বুধবার থেকে কোনও পরীক্ষার্থীকে ক্লিপবোর্ড নিয়ে পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হবে না। আজ পরীক্ষা শুরুর আগে ছাত্র-ছাত্রীদেরকে ক্লিপবোর্ড বাইরে রেখে পরীক্ষা হলে প্রবেশ করতে বলা হলে হঠাৎই কিছু পরীক্ষার্থী উত্তেজিত হয়ে কলেজ লক্ষ্য করে ব্যাপক ইঁট বৃষ্টি শুরু করে।

কয়েকজন পরীক্ষার্থী নাম না প্রকাশের শর্তে বলেন-অনার্স পরীক্ষার সময় কলেজের শিক্ষকরা ‘হালকা’ গার্ড দিয়েছেন। কিন্তু পাস বিষয়গুলোর পরীক্ষা শুরু হতেই শিক্ষকরা ‘কড়া’ গার্ড দিতে শুরু করেছেন। আমাদের ঘাড় ঘোরাতে পর্যন্ত দিচ্ছেন না। এরসাথে আজ থেকে ক্লিপবোর্ড নিয়ে পরীক্ষা হলে প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। আজ আমরা সবকিছুর প্রতিবাদ করলে কলেজ কর্তৃপক্ষ বহিরাগত ডেকে আমাদের মারধর করেছেন।

জি ডি কলেজের এক শিক্ষক মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন- অনার্স বিষয় পরীক্ষা শান্তিপূর্ণভাবে শেষ হয়ে গেল পাস পরীক্ষা শুরুর প্রথম দিন থেকে কিছু ছাত্রছাত্রী অনৈতিক কাজকর্ম শুরু করেছে। তারা ক্লিপবোর্ডের আড়ালে নকল করছে এবং গতকালকে কয়েকজন ক্লিপবোর্ড দিয়ে নজরদারি ক্যামেরাও ঢেকে রেখেছিল। সে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আজ থেকে কাউকে ক্লিপবোর্ড নিয়ে পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হবে না। এই সিদ্ধান্তের কথা আজকে ছাত্রছাত্রীদেরকে জানিয়ে দেওয়া হলে হঠাৎই তারা মারমূখী ওঠে এবং কলেজ লক্ষ্য করে ব্যাপক ইঁট বৃষ্টি শুরু করে। এমনকি কিছু পরীক্ষার্থী গতকালকে হাওয়া পরীক্ষার উত্তরপত্র লুঠের চেষ্টা করে। পরে রাণীনগর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন- ENTREMIT-2023-এর প্রাক ইভেন্ট প্রেস কনফারেন্সে তরুণদের আত্মবিশ্বাসের বার্তা !

spot_img

Related articles

ছক ভেঙে আজ উন্নয়নের পাঁচালি নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক

ছক ভেঙে একেবারে অন্যরকম ভূমিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুধু নেতা-কর্মীদের নির্দেশ দেওয়াতেই শেষ নয়, এবার নিজেও নামছেন...

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...