Wednesday, November 12, 2025

গ্রেফতারির টানটান নাটকের মাঝেই ইমরানের ‘রক্ষাকর্তা’ হল ক্রিকেট

Date:

রাজনীতিতে পা রাখার আগে ক্রিকেটের(Cricket) ময়দানে একটা সময়ে ইমরান খানের দাপট দেখেছিল গোটা বিশ্ব। তবে বিপদের দিনে এই ক্রিকেটই যে তাঁর রক্ষাকর্তা হয়ে উঠবে তা কে জানত? দুর্নীতি ও হুমকির অভিযোগে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের(Imran khan) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল পাক আদালত(Pakistan Court)। সেইমতো সোমবার খানকে গ্রেফতার করতে লাহোরে(Lahore) তাঁর বাড়ি ঘিরে ফেলে পুলিশ ও পাক রেঞ্জার্স। তবে আদালতের তরফে গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশের আগে পুলিশের থেকে ইমরানের রক্ষাকর্তা হয়ে ওঠে ক্রিকেট।

আসলে পাকিস্তানে বর্তমানে চলছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। বুধবার সন্ধ্যায় এই লাহোর কালান্দার্স এবং মুলতান সুলতানদের মধ্যে একটি ম্যাচ হওয়ার কথা ছিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। এই মাঠ ইমরান খানের বাড়ি থেকে মাত্র ৫.৬ মাইল দূরে। ফলস্বরূপ এই ম্যাচের ভবিষ্যৎ নিয়ে রীতিমতো উদ্বিগ্ন ছিলেন পাক ক্রিকেটের কর্মকর্তারা। কারণ প্লেয়ারদের মাঠে পৌছতে গেলে ইমরান খানের বাড়ির সামনের রাস্তা ধরেই যেতে হবে। কিন্তু ইমরানের বাড়ির চত্বর যখন যুদ্ধক্ষেত্র পুলিশকে আটকাতে বাড়ির সামনে হাজার হাজার পিটিআই সমর্থক পাশাপাশি তাদের সরাতে মোতায়েন করা হয়েছে পাক পুলিশ ও রেঞ্জার্সদের। এই পরিস্থিতিতে ‘পিএসএল’ যখন অনিশ্চয়তার মুখে। এই পরিস্থিতিতে পাক পুলিশের দ্বারস্থ হয় ক্রিকেট কর্তৃপক্ষ। এরপর ক্রিকেটকে গুরুত্ব দিয়ে ইমরানের বাড়ির বাইরে মোতায়েন করা বাহিনী প্রত্যাহার করে নেওয়া হয়। এপ্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্তা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানান, যেহেতু দলগুলিকে ম্যাচের কয়েক ঘন্টা আগে স্টেডিয়ামে পৌঁছাতে হবে এবং রুটগুলি পরিষ্কার করতে হবে, তাই নির্ধারিত সময় অনুযায়ী খেলা চালু করার জন্য পুলিশ বাহিনি প্রত্যাহার করে নেওয়া হয় ওই এলাকা থেকে।

পুলিশের তরফে ম্যাচ চালুর করার সহযোগিতা পাওয়ার পর স্বাভাবিকভাবেই খুশি হয় ক্রিকেট কর্মকর্তারা ও সাধারণ ক্রিকেটপ্রেমী মানুষ। যার জেরে আপাতভাবে গ্রেফতারি থেকে বাঁচতে অনেকখানি সময় পেয়ে যান একদা দেশকে বিশ্বকাপ এনে দেওয়া ইমরান খান। এরপর অবশ্য বুধবার সন্ধ্যায় ইমরানের গ্রেফতারির নির্দেশের উপর স্থগিতাদেশ দেয় আদালত। ফলে দেখতে গেলে শেষ মুহূর্তে ইমরানের রক্ষাকর্তা হয়ে উঠল ক্রিকেট। ২২ গজের দৌলতে ওই সময়টুকু না পেলে হয়ত ইমরানের হাতে পরে যেত হাতকড়া।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version