Sunday, December 7, 2025

দেশবিরোধী মন্তব্য করিনি, সংসদে সুযোগ পেলে জবাব দেব: মন্তব্য রাহুলের

Date:

Share post:

ব্রিটেন সফরে গিয়ে ভারতকে অপমান করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। এমনই অভিযোগ তুলে রাহুলকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে গত ৪ দিন ধরে সংসদ অচল করে তুলেছে বিজেপি(BJP)। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে সংসদে এসে রাহুল জানালেন, তিনি দেশবিরোধী কোনও মন্তব্য করেননি। যদিও সংসদে(Parliament) সুযোগ দেওয়া হয় সেক্ষেত্রে এর জবাব দেবেন তিনি।

উল্লেখ্য, চলতি মাসে লন্ডন সফরে গিয়ে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের সাংসদের একাংশের সঙ্গে আলোচনা সভায় যোগ দিয়েছিলেন রাহুল। সেখানে কথা বলতে গিয়ে তিনি দেখেন মাইক খারাপ। তখন রাহুল মন্তব্য করেন, “ভারতীয় সংসদে কিন্তু মাইক খারাপ হয়নি। বন্ধ করে দেওয়া হয়েছে। বিতর্কের কণ্ঠরোধ করা হয়েছে।” রাহুলের এহেন মন্তব্য ভারতকে অপমান বলে অভিযোগ করে বিজেপি। যদিও কংগ্রেসের তরফে পাল্টা বলা হয়, হিন্ডেনবার্গ রিপোর্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ গৌতম আদানির বিরুদ্ধে তোলা শেয়ার জালিয়াতি থেকে নজর ঘোরাতেই জলঘোলা করছে বিজেপি। পাশাপাশি বিদেশ সফরে গিয়ে নরেন্দ্র মোদির মন্তব্যের উদাহরন তুলে জানানো হয়, চিনে গিয়ে মোদি বলেছিলেন, “এক বছর আগেও ভারতীয় হিসাবে পরিচয় দিতে লজ্জা হত।” সে সময় কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স-সহ একাধিক বিরোধী দল প্রধানমন্ত্রীর ক্ষমাপ্রার্থনার দাবি তুললেও তাতে কর্ণপাত করেননি বিজেপি নেতৃত্ব।

এহেন টালমাটাল পরিস্থিতির মাঝেই এবার সংসদে এসে রাহুল জানালেন, আমি (লন্ডনের আলোচনা সভায়) ভারতবিরোধী কিছুই বলিনি। যদি তাঁরা সুযোগ দেন, তবে আমি সংসদের ভিতরেও সে কথা বলব।

spot_img

Related articles

কলকাতা ম্যারাথনের মুখ কেনি বেডনারেক, রাজপথে দৌড়াবেন জীবন যুদ্ধে জয়ীরাও

বিগত ৯ বছর ধরেই শীতের কলকাতার মেগা ইভেন্টের নাম টাটা স্টিল ম্যারাথন(kolkata marathon)। আগামী ২১ ডিসেম্বর কলকাতার রাজপথে...

ডায়মন্ডহারবার মডেল অনুসরণ করেই এগোতে চায় হাওড়া-হুগলি ওয়ারিয়ার্স

মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরই শুরু বেঙ্গল সুপার লিগ। তার আগে শনিবার  হাওড়া-হুগলি ওয়ারিয়ার্স দলের(Howrah Hooghly Warriors )জার্সি...

সুন্দরবনের ধাঁচে বিশেষ জাল এবার ডুয়ার্সে! চিতাবাঘ-আতঙ্কে নতুন উদ্যোগ বন দফতরের

চিতাবাঘ-মানুষ সংঘাত রুখতে অভিনব পদক্ষেপ নিল বন দফতর। সুন্দরবনের মতোই এবার ডুয়ার্সের চা-বাগান ঘেঁষা গ্রামগুলিকে বিশেষ জাল দিয়ে...

ড্রোন শোয়ে নয়া আকর্ষণ গঙ্গাসাগর মেলায়! প্রস্তুতি পরিদর্শনে দুই মন্ত্রী

৮ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা। এবারের মেলা শুধু আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দু নয়, প্রযুক্তি ও ঐতিহ্যের এক...