Thursday, December 4, 2025

ডব্লুপিএলে শেষ পর্যন্ত জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

Date:

Share post:

ডব্লুপিএলে শেষ পর্যন্ত জয়ের মুখ দেখল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টানা পাঁচ ম্যাচ হারের পর ষষ্ঠ ম্যাচে জয়ের মুখ দেখলেন মন্ধানারা। বুধবার স্মৃতি মন্ধানারা ৫ উইকেটে হারালেন ইউপি ওয়ারিয়র্সকে। প্রথম ব্যাট করে উত্তরপ্রদেশ ১৯.৩ ওভারে ১৩৫ রান করে। জবাবে ১৮ ওভারে বেঙ্গালুরু করে ৫ উইকেটে ১৩৬ রান।

চ্যাম্পিয়নশিপের দৌড়ে আগেই ছিটকে গিয়েছেন মন্ধানারা। টস জিতে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠান আরসিবি অধিনায়ক। কিন্তু ব্যাটিং বিপর্যযের মুখে পড়ে উত্তরপ্রদেশ। পাঁচ নম্বরে নামা গ্রেস হ্যারিস ছাড়া কেউই সেভাবে রান করতে পারলেন না। হ্যারিস করেন ৩২ বলে ৪৬ রান। ৫টি চার এবং ২টি ছয় মারেন তিনি। এ ছাড়া কিরণ নভগিরে ২৬ বলে ২২ রান এবং দীপ্তি শর্মা ১৯ বলে ২২ রান করেছেন। কিরণ ২টি চার এবং ১টি ছক্কা মেরেছেন। দীপ্তির ব্যাট থেকে এসেছে ৪টি বাউন্ডারি।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যর্থ হলেন বেঙ্গালরু অধিনায়ক মন্ধানা। ৩ বল খেলে শূন্য রানে ফিরে যান তিনি। অন্য ওপেনার ডিভাইনও মাত্র ৬ বলে ১৪ করেন। ২টি চার এবং ১টি ছয় মারেন তিনি। দলকে ভরসা দিতে পারেননি তিন নম্বরে নামা পেরিও। ১৩ বলে মাত্র ১০ রান করে আউট হন অস্ট্রেলীয় অলরাউন্ডার। হেথার নাইট ৫টি চারের সাহায্যে করলেন ২১ বলে ২৪ রান। দলের ইনিংসকে মূলত টানলেন কনিকা আহুজা। তিনি ৩০ বলে ৪৬ রান করেন। ৮টি চার এবং ১টি ছক্কা মারলেন তিনি।

তবে ব্যাট হাতে দাপুটে ইনিংস খেলেন বাংলার উইকেটরক্ষক-ব্যাটার রিচা ঘোষও। মূলত তিনিই দলকে এনে দেন প্রতিযোগিতার প্রথম জয়ের স্বাদ। রিচা অপরাজিত থাকেন ৩২ বলে ৩১ রান করে। তার কাঁধে ভর করে প্রথম জয়ের স্বাদ পেল বেঙ্গালুরু।

 

spot_img

Related articles

কুণালে হাত ধরে ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’ বইয়ের প্রচ্ছদ প্রকাশ

তাঁর লেখা 'রানি সাহেবা' বইয়ের মাধ্যমে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণিকে আবার পাদপ্রদীপের নিয়ে এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা...

বাংলা সম্পর্কে সংসদে অসত্য বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী! তীব্র ধিক্কার দোলাদের

রাজ্যসভায় সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিলের উপর আলোচনার শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হল।...

সন্দেশখালি কাণ্ডে আরও চাপে শেখ শাহজাহান! হাইকোর্টে বিস্ফোরক রিপোর্ট সিবিআইয়ের

আরও বিপাকে সন্দেশখালির শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠরা। কলকাতা হাইকোর্টে জমা দেওয়া সিবিআই–এর সর্বশেষ অনুসন্ধানী রিপোর্টে দাবি করা...

আর জি কর চিকিৎসক অনিকেত মামলায় নতুন মোড়! সুপ্রিম কোর্টে রাজ্যের এসএলপি

আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ডাঃ অনিকেত মাহাতোর যোগদান সংক্রান্ত মামলায় নয়া মোড়। আগামী ৮ই ডিসেম্বর এই...