Tuesday, May 6, 2025

ডব্লুপিএলে শেষ পর্যন্ত জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

Date:

Share post:

ডব্লুপিএলে শেষ পর্যন্ত জয়ের মুখ দেখল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টানা পাঁচ ম্যাচ হারের পর ষষ্ঠ ম্যাচে জয়ের মুখ দেখলেন মন্ধানারা। বুধবার স্মৃতি মন্ধানারা ৫ উইকেটে হারালেন ইউপি ওয়ারিয়র্সকে। প্রথম ব্যাট করে উত্তরপ্রদেশ ১৯.৩ ওভারে ১৩৫ রান করে। জবাবে ১৮ ওভারে বেঙ্গালুরু করে ৫ উইকেটে ১৩৬ রান।

চ্যাম্পিয়নশিপের দৌড়ে আগেই ছিটকে গিয়েছেন মন্ধানারা। টস জিতে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠান আরসিবি অধিনায়ক। কিন্তু ব্যাটিং বিপর্যযের মুখে পড়ে উত্তরপ্রদেশ। পাঁচ নম্বরে নামা গ্রেস হ্যারিস ছাড়া কেউই সেভাবে রান করতে পারলেন না। হ্যারিস করেন ৩২ বলে ৪৬ রান। ৫টি চার এবং ২টি ছয় মারেন তিনি। এ ছাড়া কিরণ নভগিরে ২৬ বলে ২২ রান এবং দীপ্তি শর্মা ১৯ বলে ২২ রান করেছেন। কিরণ ২টি চার এবং ১টি ছক্কা মেরেছেন। দীপ্তির ব্যাট থেকে এসেছে ৪টি বাউন্ডারি।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যর্থ হলেন বেঙ্গালরু অধিনায়ক মন্ধানা। ৩ বল খেলে শূন্য রানে ফিরে যান তিনি। অন্য ওপেনার ডিভাইনও মাত্র ৬ বলে ১৪ করেন। ২টি চার এবং ১টি ছয় মারেন তিনি। দলকে ভরসা দিতে পারেননি তিন নম্বরে নামা পেরিও। ১৩ বলে মাত্র ১০ রান করে আউট হন অস্ট্রেলীয় অলরাউন্ডার। হেথার নাইট ৫টি চারের সাহায্যে করলেন ২১ বলে ২৪ রান। দলের ইনিংসকে মূলত টানলেন কনিকা আহুজা। তিনি ৩০ বলে ৪৬ রান করেন। ৮টি চার এবং ১টি ছক্কা মারলেন তিনি।

তবে ব্যাট হাতে দাপুটে ইনিংস খেলেন বাংলার উইকেটরক্ষক-ব্যাটার রিচা ঘোষও। মূলত তিনিই দলকে এনে দেন প্রতিযোগিতার প্রথম জয়ের স্বাদ। রিচা অপরাজিত থাকেন ৩২ বলে ৩১ রান করে। তার কাঁধে ভর করে প্রথম জয়ের স্বাদ পেল বেঙ্গালুরু।

 

spot_img

Related articles

এই সপ্তাহেই ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় মোলিনা

চলতি সপ্তাহেই মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG) ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন কোচ হোসে মোলিনা(Jose Molina)। আসন্ন মরসুমের দল গঠনের জন্য...

বিহারে লাঠিপেটা শিক্ষক চাকরিপ্রার্থীদের! দাবির ‘পুরস্কার’ বিজেপি-সহযোগী রাজ্যে

ন্যায্য চাকরির দাবি জানিয়ে পুলিশের লাঠি পেটার শিকার বিহারের শিক্ষক পদের চাকরি প্রার্থীরা। যে বিজেপি বাংলায় চাকরিজীবীদের চাকরি...

পহেলগামে নিহত দুই পরিবারকে সাহায্য় রাজ্যের, বাড়িতে গেলেন দুই মন্ত্রী

দেশের কোনও প্রান্তে কোনও দুর্ঘটনাতেও কেউ মারা গেলে সজাগ হয়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বিশেষত বিরোধী...

আইএসএল থেকে বিদেশি নেবে না ইস্টবেঙ্গল, ছাড়া হচ্ছে না বিষ্ণুকেও

আগামী মরসুমে শক্তিশালী দল গঠনের লক্ষ্যে এখন থেকেই মাঠে নেমে পড়েছে ইস্টবেঙ্গল(Eastbengal)। দলে এবার ভালো বিদেশি(Foreigner) নেওয়াই প্রধান...