Tuesday, August 26, 2025

দেশজুড়ে বিরোধীদের মুখ বন্ধ করতে প্রতিহিংসার রাজনীতি চালাচ্ছে বিজেপি(BJP)। ইডি(ED), সিবিআইকে(CBI) দিয়ে টার্গেট করা হচ্ছে বিরোধী নেতা-নেত্রীদের। শুক্রবার শহরে পা রেখে ইডি-সিবিআইয়ের অতিসক্রিয়তার বিরুদ্ধে সরব হয়ে উঠলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব(Akhilesh yadav)। ইডি-সিবিআইয়ের ‘অতিসক্রিয়তার’ শিকার হওয়া বাংলার নেতা নেত্রীদের পাশে দাঁড়িয়ে তিনি বললেন,” বাংলায় তবু কম নেতা জেলে রয়েছেন। যেখানেই বিরোধী, সেখানেই ইডি-সিবিআই-আয়কর দফতরকে রাজনৈতিকভাবে কাজে লাগাচ্ছে কেন্দ্র। বিজেপি নিজেরা যাদের ভয় পাচ্ছে, তাদেরই এভাবে জেলে ঢোকাচ্ছে। উত্তরপ্রদেশে তো সমাজবাদী পার্টির বহু নেতাকেই মিথ্যে মামলায় জেলে বন্দি করে রাখা হয়েছে।”

সমাজবাদী পার্টির জাতীয় সম্মেলনে যোগ দিতে শুক্রবার সকাল ১১ টায় কলকাতায় পা রেখেছেন অখিলেশ যাদব। আগামী শনি ও রবিবার দলীয় সম্মেলনের আগে শুক্রবার বিকেল ৫ টায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সাক্ষাত করার কথা রয়েছে তাঁর। রাজনৈতিক দিক থেকে এই দুই বিরোধী নেতা ও নেত্রীর সাক্ষাত নিশ্চিতভাবে তাৎপর্যপূর্ণ। বিজেপি ও কংগ্রেসের বিরুদ্ধে দূরত্ব বজায় রেখে তৃতীয় ফ্রন্টের সম্ভাবনা বাড়ছে এই বৈঠককে কেন্দ্র করে। বিরোধী জোটের সলতে পাকানো নিয়ে জাতিয় রাজনীতিতে জল্পনা ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন অখিলেশ।

বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এদিন অখিলেশ বলেন, “মমতাদিদির সঙ্গে দেখা তো করবই, কথাও বলব। কী নিয়ে কথা হবে তা তো এখনই বলতে পারছি না।” জোট হলে তার মুখ কে হবেন? সাংবাদিকদের এই প্রশ্নের জবাব এড়িয়ে অখিলেশের তাৎপর্যপূর্ণ মন্তব্য, “সবাই মুখ।” এরপর তিনি আরও বলেন, “আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে। যে ভাবেই হোক বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে হবে এবং মানুষকে সঙ্গে নিয়েই তা করতে হবে। আলাদা করে কোনও দলের কথা ভাবা হচ্ছে না। মানুষই লড়াই করবেন।”

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version