Thursday, August 28, 2025

একশো দিনের কাজ দেখতে রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধিদল, কুণালের কটাক্ষ ‘পর্যটক এসেছে’

Date:

একশো দিনের কাজ সরেজমিনে খতিয়ে দেখতে ফের রাজ্যে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধিদল।আগামী ২২ মার্চ পর্যন্ত রাজ্যে থাকবেন কেন্দ্রের প্রতিনিধিরা। তাঁরা  উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় একশো দিনের কাজের প্রকল্প খতিয়ে দেখবেন। যে সমস্ত অনিয়মের অভিযোগ উঠছে তারও তদন্ত করবেন কেন্দ্রীয় প্রতিনিধিরা।

এদিন বিমানবন্দরে নেমেই কেন্দ্রীয় প্রতিনিধিদল মুর্শিদাবাদে রওনা দেন।প্রতিনিধিরা আসার আগেই কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক চিঠি দিয়ে রাজ্যকে জানিয়েছে, এই চার জেলায় একশো দিনের কাজের প্রকল্প নিয়ে তাদের কাছে বারবার অভিযোগ গিয়েছে।সেই সব অভিযোগ খতিয়ে দেখতে আবার কেন্দ্রীয় দল পাঠানো হচ্ছে। যে চার জেলায় তাঁরা যাবেন, সংশ্লিষ্ট  জেলা প্রশাসনকে এই তদন্তকারী দলকে যাবতীয় সহযোগিতা করতে হবে বলেও চিঠিতে জানানো হয়েছে। দলের সদস্যরা যখন যেখানে যেতে চাইবেন, তার জন্য যেন যথাযথ ব্যবস্থা করা হয়, তাও চিঠিতে মনে করিয়ে দেওয়া হয়েছে।

যদিও রাজ্যের শাসকদল বারবার অভিযোগ করেছে একশো দিনের কাজের বরাদ্দ টাকা বহু বছর ধরে আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। রাজ্যের তরফে একাধিকবার চিঠি দিলেও কেন্দ্র তা গুরুত্ব গিয়ে বিচার করছে না। একাধিক সভা সমিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শাসকদলের অন্যান্য নেতামন্ত্রীরা অভিযোগ করেছেন, রাজ্যের প্রধান বিরোধী দল বাংলার উন্নয়ন চায় না। তাই তারা কেন্দ্রীয় সরকারকে এধরনের চিঠি দিচ্ছে।

তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বেশ কয়েক মাস আগে গিরিরাজ সিংয়ের  সঙ্গে দেখা করে রাজ্যের বকেয়া টাকার দাবি জানিয়েছিলেন। তারপরেও কোনও কাজ হয়নি বলে দাবি সুদীপের।এই প্রতিনিধি দল আসা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানান, পর্যটনে সেরা পশ্চিমবঙ্গ। তাই ঘুরতে আসছেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। কুণাল ঘোষের কথায়, “এ তো আবাসেও এসেছিল। পরে দেখা গেল সমস্ত ভুয়ো অভিযোগ। রাজনৈতিক পর্যটক পাঠাচ্ছে নাটক করতে।”

 

Related articles

২০১১-এর পর সাড়ে পাঁচ গুণ আয় বেড়েছে রাজ্যের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

২০১১ সালের পর থেকে রাজ্যের আয় বেড়েছে সাড়ে পাঁচ গুণ। কমেছে বেকারত্ব। তৃণমূল ছাত্র পরিষদের(TMCP) প্রতিষ্ঠা দিবসে মেয়ো...

জীবন থাকতে কারও ভোটাধিকার কাড়তে দেব না একযোগে নিশানা

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে বাংলার শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। পুশব্যাক করা হচ্ছে। ঘুরপথে এনআরসির চক্রান্ত চালানো হচ্ছে।...

প্রধানমন্ত্রীদের নিয়ে বই লিখছেন মমতা, প্রকাশ কবে জানালেন ছাত্র সমাবেশ থেকেই

শুধু তৃণমূল সুপ্রিমো বা বাংলায় তিনবারের মুখ্যমন্ত্রী নন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী। সেই...

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

২৮ অগাস্ট (বৃহস্পতিবার) ২০২৫১ গ্রাম ১০ গ্রামপাকা সোনার বাট ১০১৭০ ₹ ১০১৭০০ ₹ খুচরো পাকা সোনা ১০২২০...
Exit mobile version