Thursday, January 29, 2026

সংসদে মোদির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ কংগ্রেসের

Date:

Share post:

কেমব্রিজে রাহুল গান্ধীর(Rahul Gandhi) মন্তব্যকে হাতিয়ার করে সংসদে কংগ্রেসের(Congress) উপর চাপ বাড়াচ্ছে শাসক বিজেপি। চাপের মুখে কিছুটা ব্যাকফুটে গিয়ে এবার পাল্টা বিজেপির(BJP) বিরুদ্ধে সুর চড়াল হাত শিবির। সংসদে এবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) বিরুদ্ধে দ্বাধিকার ভঙ্গের নোটিশ দিলেন কংগ্রেস(Congress) সাংসদ তথা দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল(KC Venugopal)। মোদিকে তোপ দেগে তিনি জানান, সংসদে দাঁড়িয়ে গান্ধী পরিবারকে অপমান করেছেন নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ এনে কংগ্রেস সাংসদ বেনুগোপাল বলেন, সংসদ কক্ষে দাঁড়িয়ে গান্ধী পরিবারকে চরম কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি যে ভাষণ দিয়েছিলেন তা গোটা গান্ধী পরিবারের জন্য অপমানজনক। বিশেষ করে লোকসভার সদস্য রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর জন্য। বেনুগোপাল বলেন, প্রধানমন্ত্রী খুব ভাল করে জানেন যে এদেশে মেয়েরা বিয়ের পর বাবার পদবি ব্যবহার করেন না। তা সত্ত্বেও তিনি ইচ্ছাকৃতভাবে ওই মন্তব্য করেছিলেন, শুধু রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) বিরুদ্ধে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে সংসদের বাজেট অধিবেশনের প্রথম পর্বে মোদি সংসদে দাঁড়িয়েই গান্ধী পরিবারকে তীব্র আক্রমণ করেন। তিনি প্রশ্ন তোলেন, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীরা ‘গান্ধী’ পদবি কেন ব্যবহার করেন? নেহেরু পদবি ব্যবহার করতে লজ্জা কীসের? সংসদে গান্ধীদের নাম না করেই মোদিকে বলতে শোনা যায়, “নেহরু যদি এতই মহান, তবে কেন তাঁর পরিবার নেহরু (Jawharlal Nehru) পদবি ব্যবহার করতে লজ্জা পায়?” তবে কংগ্রেসের তরফে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হলেও সংসদে তা গৃহীত হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম।

spot_img

Related articles

হোটেলে এক ঘণ্টা সেলিম-হুমায়ুন: বিধানসভা ভোটের আগে রফার চেষ্টা

সাম্প্রদায়িক কোনও দলের সঙ্গেই যাবেন না দাবি করা সিপিআইএম কী শেষ পর্যন্ত মসজিদ তৈরি করা হুমায়ুন কবীরের হাত...

বইমেলা প্রাঙ্গণে কুণাল-রানা-দেবাংশু, উপচে পড়া ভিড় বালিতে

হাওড়ার বালিতে শুরু হয়েছে চতুর্থ বর্ষের বালি বইমেলা। বুধবার সন্ধ্যায় সেই মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়ে বইপ্রেমীদের উৎসাহ বাড়ালেন...

IND vs NZ T20: বিশ্বকাপের আগে দুরন্ত ব্যাটিং রিঙ্কু-দুবের, নিয়মরক্ষার ম্যাচে হার ভারতের

নিউজিল্যান্ডের(Newzeland) বিরুদ্ধে চতুর্থ টি২০ ম্যাচে হার ভারতের(India)। ৫০ রানে জিতল কিউয়িরা। হোয়াইট ওয়াশের স্বপ্ন অধরাই থাকল, নিয়মরক্ষার ম্যাচে...

বাগবাজারে ১২ কন্যার গণবিবাহে কুণাল ঘোষ: বাপি ঘোষের ভূয়সী প্রশংসা

উত্তর কলকাতার বাগবাজার অঞ্চলে এক বর্ণময় ও আন্তরিক সামাজিক অনুষ্ঠানের সাক্ষী থাকলেন সাধারণ মানুষ। স্থানীয় পুরপিতা বাপি ঘোষের...