দাম বাড়ল ‘বাংলার ডেয়ারির’, রইল দামের তালিকা

কদিন আগেই বেড়েছে চিকেনের দাম। ডিমের দামও সাধ্যের বাইরে। এবার পাল্লা দিয়ে বাড়ল দুধের দামও।আজ থেকেই নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়ে রাজ্য।যদিও দুগ্ধজাত পণ্যের দাম এখনই বাড়ানো হচ্ছে না বলে জানানো হয়েছে।


আরও পড়ুন:রান্নার গ্যাস ১২০০, চিকেন আড়াইশো পার! হেঁশেলে আ*গুন
যদিও প্রাণিসম্পদ বিকাশ দফতরের দাবি, লিটার প্রতি ২ টাকা বাড়ানোর পরও সরকারি দুধের দাম বাজার চলতি অন্যান্য ব্র্যান্ডগুলোর তুলনায় লিটার পিছু ৮-১০ টাকা কম। কাঁচামাল ও অন্যান্য সামগ্রী দাম বাড়ায়, পরিবহন ব্যয় বৃদ্ধি পাওয়ায় দুধের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার।


একনজরে দেখে নিন বিভিন্ন ধরণের দুধের নতুন দাম-

স্বাস্থ্য সাথী প্যাকেটের লিটার প্রতি নতুন দাম হল ৪২ টাকা।
আয়ূশ টোনড মিল্ক ২০০ মিলির প্যাকেটের লিটার প্রতি নতুন দাম হল ৫৫ টাকা। ৫০০ মিলির প্যাকেটের লিটার প্রতি নতুন দাম হল ৫০ টাকা।
প্রাণসুধা-কাউ মিল্ক ৫০০ মিলি পাউচের লিটার প্রতি দাম বেড়ে হল ৪৮ টাকা, সুপ্রিম-এসটিডি দুধের ৫০০ মিলি পাউচের লিটার প্রতি দাম ৫২ টাকা এবং স্বাস্থ্য- লুজ মিল্কের লিটার প্রতি দাম বেড়ে দাঁড়াল ৩৬ টাকা।

 

 

Previous articleআজ মুম্বইয়ে অজিদের বিরুদ্ধে প্রথম একদিনের ম‍্যাচ, নেতৃত্বে হার্দিক
Next articleআজ কালীঘাটে দলীয় বৈঠক, নেত্রীর বার্তার দিকে তাকিয়ে তৃণমূল পরিবার