শুক্রবার সুইজারল্যান্ডে হয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ড্র। কোয়ার্টার ফাইনালে ধুন্ধুমার লড়াই। কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি চেলসি। ম্যাঞ্চেস্টার সিটির মুখোমুখি বায়ার্ন মিউনিখ। কোয়ার্টার ফাইনালে ম্যাচ প্রথম পর্বগুলি খেলা হবে ১১ এবং ১২ এপ্রিল। দ্বিতীয় পর্ব খেলা হবে ১৮ এবং ১৯ এপ্রিল। সেমিফাইনালের প্রথম পর্ব হবে ৯ মে। দ্বিতীয় পর্ব হবে ১৬ মে। ফাইনাল ১০ জুন।

আরেক কোয়ার্টার ফাইনালে এসি মিলান মুখোমুখি হচ্ছে নাপোলির। অন্য কোয়ার্টার ফাইনালে, ইন্টার মিলান খেলবে বেনফিকার বিরুদ্ধে। ১২ বছর পর কোয়ার্টার ফাইনালে খেলছে ইন্টার মিলান। এসি মিলান খেলছে ১১ বছর পর।


আরও পড়ুন:‘আগামিকাল নতুন চ্যালেঞ্জ, আমরা তৈরি’, আইএসএল-এর ফাইনালে নামার আগে বললেন প্রীতম
