Tuesday, August 26, 2025

আগামী ২৯ মার্চ ধর্মতলায় তৃণমূলের সমাবেশ। সেই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনা, পাওনা টাকা না মেটানো এবং আর্থিক অবরোধের মতো একাধিক ইস্যুর বিরুদ্ধে এই সমাবেশ ডাকা হয়েছে।ছাত্র এবং যুব সংগঠনকে একসঙ্গে নিয়ে অভিষেকের এই সমাবেশের দিকে তাকিয়ে সকলে।জানা গিয়েছে, ধর্মতলায় ওই সভার পর ৮ এপ্রিল আলিপুরদুয়ারে ও ১২ এপ্রিল বাঁকুড়ায় সভা করবেন তিনি। শহরের প্রাণ কেন্দ্রে এই ছাত্র-যুব সমাবেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা করছেন রাজনৈতিক মহল।

কেন্দ্রবিরোধী লড়াইয়ে মূল সংগঠনের পাশাপাশি ছাত্র-যুবদের আরও বেশি করে সামনের সারিতে চাইছে শাসকদল। সেই উদ্দেশে দুই সংগঠনকে এক ছাতার নিচে এনে সমাবেশ করার এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এরই পাশাপাশি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেকের টিম মানুষের সুবিধা অসুবিধায় যেভাবে তাঁদের পাশে দাঁড়াচ্ছেন সেটাও দৃষ্টান্ত। এমনকি ‘দিদি কে বল’র ধাঁচে ‘এক ডাকে অভিষেক’ হেল্প লাইন নম্বর চালু হয়েছে। তার মাধ্যমে ব্যাপক সাড়া মিলেছে। যার সর্বশেষ উদাহরণ হল বুধবার রাতে উত্তরবঙ্গ থেকে ঝড়বৃষ্টিতে বিদ্যুৎ বিভ্রাটের খবর পেয়ে সরাসরি বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসকে ফোন করে দ্রুত সুরাহার ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া।

একই সঙ্গে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীরা বিপাকে পড়লে দ্রুত সেই সমস্যা সমাধানের নির্দেশ দিচ্ছেন তৃণমূলের সেনাপতি। কাজও হচ্ছে সেই নির্দেশে।রীতিমতো তরুণ প্রজন্মের ‘আইকন’ হয়ে উঠেছেন অভিষেক।২৯ মার্চ শহিদ মিনারের এই সম্মেলনে তিনি কীভাবে দলের ছাত্র, যুবদের অক্সিজেন জোগান, সেটাই দেখার।

 

Related articles

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...
Exit mobile version