Wednesday, August 27, 2025

মোদির সাধের এক্সপ্রেসওয়েতে জল য*ন্ত্রণা! মোটা টাকা খরচ করেও মুখ পু*ড়ল বিজেপির

Date:

Share post:

এক সপ্তাহও কাটল না। তাঁর আগেই বেহাল অবস্থা বেঙ্গালুরু-মহীশূর এক্সপ্রেসওয়ের (Bengaluru Mysuru Expressway)। দিন ছয়েক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) হাত ধরে উদ্বোধন হয়েছে এই এক্সপ্রেসওয়ের। আর মাত্র কিছুক্ষণের বৃষ্টিতেই প্রকাশ্যে এল আসল চেহারা। অল্প বৃষ্টি হতে না হতেই জলের তলায় চলে গেল কর্নাটকের সেই রাস্তা। শুক্রবার রাতে বেঙ্গালুরুতে প্রবল বৃষ্টি (Massive Rain) হয়। যার জেরে জলমগ্ন হয়ে পড়ে বেঙ্গালুরু সংলগ্ন রামানাগারা এলাকা। আর তারপরেই কার্যত জল থই থই অবস্থা বেঙ্গালুরু-মহীশূর এক্সপ্রেসওয়ের।

শনিবার সকালে রাস্তার বিভিন্ন জায়গায় জল জমে থাকতে দেখা যায়। জলমগ্ন হয়ে পড়ে এক্সপ্রেসওয়ের আন্ডারপাসও। ফলে অত্যন্ত ধীর গতিতে চলছে গাড়ি। যার জেরে এক্সপ্রেসওয়ের উপর যানজটও তৈরি হয়। সকালের ব্যস্ত সময়ে রাস্তায় বেরিয়ে প্রবল সমস্যার মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। উল্লেখ্য, চলতি বছরে কর্ণাটকে বিধানসভা নির্বাচন। তার আগে দক্ষিণের রাজ্যে নয়া এক্সপ্রেসওয়ে উদ্বোধন করে প্রশ্নের মুখে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই (Basavraj Bommai) থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে উদ্বোধনের এক সপ্তাহের মধ্যেই চরম সমস্যার সম্মুখীন হওয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয়রা। শনিবার যানজটে আটকে থাকা এক ব্যক্তি বলেন, রাস্তায় যে পরিমাণ জল দাঁড়িয়েছে, তাতে গাড়ির মারাত্মক ক্ষতি হচ্ছে। পাশাপাশি একের পর এক দুর্ঘটনা ঘটছে। এর দায় কে নেবে?

উল্লেখ্য, কর্ণাটকে এই এক্সপ্রেসওয়ের উদ্বোধন করতে গিয়েই কংগ্রেসকে (Congress) নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সাফ জানান, মোদির কবর খোঁড়ার স্বপ্নে মশগুল থাকুক কংগ্রেস। আমি বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়ে তৈরিতে মনযোগ দিই। গরিব মানুষের বেঁচে থাকার কাজ সহজ করি। তবে এত কিছু বলার পরেও রাস্তার এই বেহাল দশা নিয়ে মুখ পুড়ল বিজেপির।

spot_img

Related articles

একসঙ্গে গণেশ পুজোয়! সুনিতা বললেন ‘আমার গোবিন্দা শুধুই আমার’

বিচ্ছেদের যাবতীয় গুঞ্জন উড়িয়ে এক সঙ্গে গোবিন্দা-সুনিতা (Govinda-Sunita)। বুধবার বাড়ির গণেশ পুজোয় (Ganesh festival) ভেস্তে দিলেন নিন্দুকদের সব...

আমার ইতিহাস জড়িয়ে রয়েছে: মহারাষ্ট্র নিবাসের গণেশপুজোয় মন্তব্য মমতার

১০১ বছরে পড়ল কলকাতার মহারাষ্ট্র নিবাসের গণেশপুজো (Ganesh Pujo)। বুধবার, সেই পুজোর উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়...

ক্যালকাটা কাস্টমসের কাছে হার, সুপার সিক্সের পথ কঠিন করে ফেলল মোহনবাগান

কলকাতা লিগে(CFL) সুপার সিক্সের পথ আরও কঠিন করে ফেলল মোহনবাগান(Mohun Bagan)। বিএসএসের কাছে জয়ের পর ক্যালকাটা কাস্টমসের(Calcutta Customs...

দেশ-বিদেশের মানচিত্রে পর্যটনে উজ্জ্বল বাংলা! সামনে বড় লক্ষ্য: ইন্দ্রনীল সেন 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে দেশ-বিদেশের পর্যটন মানচিত্রে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে বাংলা। তবে এখানেই থেমে থাকতে...