Wednesday, December 3, 2025

আসানসোলের কম্বলবিলি-কাণ্ডে ধৃত বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি

Date:

Share post:

আসানসোলের কম্বলবিলি-কাণ্ডে গ্রেফতার করা হল আসানসোলের BJP নেতা জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। শনিবার, দিল্লির যমুনা এক্সপ্রেসওয়ে থেকে তাঁকে গ্রেফতার করে আসানসোল-দুর্গাপুর পুলিশ (Asansol-Durgapur Police)। স্ত্রী চৈতালি তিওয়ারিকে নিয়ে নয়ডা থেকে আগ্রা যাচ্ছিলেন বিজেপি নেতা। আসানসোলের কম্বল বিতরণ অনুষ্ঠানের পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক শিশু হয় ৩জনের। তারই জেরে তাঁকে গ্রেফতার করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ।

আসানসোলে ২৭ নম্বর ওয়ার্ডে ১৪ ডিসেম্বর কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত ভিড় ও অব্যবস্থায় পদপিষ্ট হয়ে এক শিশু-সহ তিনজনের মৃত্যু হয়। অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন, জিতেন্দ্রর স্ত্রী স্থানীয় বিজেপি কাউন্সিলর ও পুরসভার বিরোধী দলনেত্রী চৈতালি তিওয়ারি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীও। স্থানীয়দের অভিযোগ, কম্বল বিলি অনুষ্ঠানে আসানসোল পুরসভার কমপক্ষে ৫টি ওয়ার্ড থেকে লোক আনা হয়। কম্বল নিতে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। উদ্যোক্তাদের বিরুদ্ধে ব্যবস্থাপনায় চূড়ান্ত গাফিলতির অভিযোগ ওঠে। ঘটনায় অনিচ্ছাকৃত খুন ও খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করে পুলিশ। এফআইআর-এ জিতেন্দ্র, চৈতালি-সহ একাধিক নাম ছিল। ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

জিতেন্দ্র তিওয়ারির বাড়িতেও বেশ কয়েক বার যায় পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয় চৈতালিকে। এই নিয়ে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তোলে বিজেপি। টানাপোড়েনের মধ্যে কলকাতা হাইকোর্ট থেকে রক্ষাকবচ পান চৈতালি তিওয়ারি। তবে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় তদন্ত বন্ধ করা যাবে না বলে নির্দেশ দেয় উচ্চ আদালত। আগাম জামিনের আবেদন জানান জিতেন্দ্রও। কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাঁর আবেদন খারিজ হয়ে যায়। সুপ্রিম কোর্টেও যান বিজেপি নেতা। সেখানে শুনানির আগেই তাঁকে গ্রেফতার করা হল। দিল্লির যমুনা এক্সপ্রেসওয়ে থেকে জিতেন্দ্রকে গ্রেফতার করে আসানসোল-দুর্গাপুর পুলিশ। ১০ দিন ধরে দিল্লি গিয়ে বসে ছিল পুলিশ। এদিন ধরা পড়েন তিনি।

উদ্যোক্তাদের গাফিলতির কারণেই এই প্রাণহানি বলে অভিযোগ করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, শুধু জিতেন্দ্র নয়, ওই সময় উপস্থিত ছিলেন শুভেন্দুও। জিতেন্দ্রর পাশাপাশি এই মৃত্যুর দায়ভার তাঁরও। শুভেন্দুকেও গ্রেফতার করা উচিত বলে মন্তব্য করেন কুণাল।

 

spot_img

Related articles

আদালতের রায়ে বহাল ৩২ হাজার প্রাথমিক নিয়োগ, হাইকোর্ট চত্বরে অকাল হোলিতে মাতলেন শিক্ষকরা

দীর্ঘ দু’ বছর ধরে লড়াই, অনিশ্চয়তা আর সামাজিক উপহাস—সবকিছু কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা।...

ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযান: নিহত ১২ জঙ্গি, প্রাণ গেল ৩ জওয়ানের

মাওবাদী দমনে বড়সড় সংঘর্ষ ছত্তিশগড়ে। সংঘর্ষে মাওবাদীদের মৃত্যু হলেও এবার প্রাণ গেল জওয়ানদের। বিজাপুরে (Bijapur) সংঘর্ষে প্রাণ হারালো...

হিসাবে কমছে দেশের বেকারত্ব! অভিষেকের প্রশ্নের জবাবে সংখ্যাতত্ত্ব পেশ কেন্দ্রের

জিডিপি-র অঙ্কে ভারত ক্রমশ উন্নতি করছে। জিডিপি বৃদ্ধির হারে রেকর্ড করে গত তিন মাসে প্রভূত উন্নতি হয়েছে দেশের,...

সত্যের জয়: শিক্ষকদের শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর, রায়কে স্বাগত কল্যাণের, বিরোধীদের বিঁধলেন কুণাল

সত্যের জয় হল। বহাল প্রাথমিকে ৩২ হাজার চাকরি। বুধবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চের রায়ের...