Sunday, December 14, 2025

বাংলায় এখনই নির্বাচনী লড়াই নয়: কর্মসমিতির বৈঠকে সিদ্ধান্ত সপার

Date:

Share post:

বাংলায় সংগঠন বৃদ্ধির কাজ চালিয়ে গেলেও, এখনই নির্বাচনী লড়াইয়ে নামবে না সমাজবাদী পার্টি (Samajwadi Party)। শনিবার কলকাতায় সপার জাতীয় কর্মসমতির বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হল। উত্তরপ্রদেশ নির্বাচন থেকে শিক্ষা নিয়ে সপা মনে করছে, উত্তরপ্রদেশের (Uttarpradesh) বিধানসভা ভোটে যেভাবে বিরোধী ভোট কাটাকাটি হয়েছে তাতে আদতে লাভ হয়েছে বিজেপিরই। লোকসভা নির্বাচনে যাতে উত্তরপ্রদেশের পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারে বিশেষ মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। লোকসভা নির্বাচনে উপলক্ষ্যে যতদিন না জোট বা আসন সমঝোতা হচ্ছে ততদিন দেশ জুড়ে দল সংগঠন বিস্তারের কাজ চালিয়ে যাবে দল।

শনিবার সপার কর্মসমিতির বৈঠকে অংশ নিয়েছিলেন ৬৮ জন নেতা নেত্রী। যেখানে অখিলেশ, রামগোপাল যাদব এবং জয়া বচ্চন ২০২৪-এর লোকসভা ভোটে দলের রণকৌশল নিয়ে আলোচনা করেন। এই বৈঠকে উত্তরপ্রদেশের বাইরে বিভিন্ন রাজ্যে যেসব আসনে দলের জেতার সম্ভাবনা রয়েছে, সংশ্লিষ্ট রাজ্যগুলির নেতৃত্বকে তার তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত তালিকা তৈরি করে প্রচারে নেমে পড়ারও নির্দেশ দেওয়া হয়েছে। এই বৈঠকে শিবপাল যাদব অভিযোগ করেন, উত্তরপ্রদেশে বহুজন সমাজ পার্টি ওই রাজ্যে তলায় তলায় বিজেপিকে সাহায্য করছে। তিনি বলেন, মায়াবতীর দলের বিরুদ্ধেও রাজনৈতিক লড়াই চালিয়ে যেতে হবে।

উল্লেখ্য, শুক্রবার থেকে কলকাতার মৌলালি যুবকেন্দ্রে শুরু হয়েছে সমাজবাদী পার্টির জাতীয় কর্মসমিতির বৈঠক। অখিলেশ যাদব থেকে শুরু করে জয়া বচ্চন, শিবপাল যাদব, কিরণময় নন্দের মতো তাবড় শীর্ষনেতারা উপস্থিত রয়েছেন বৈঠকে। প্রথমদিনই দলের প্রধান অখিলেশ পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিক স্তরে যোগাযোগ রেখে বিজেপি বিরোধী লড়াইয়ের কথা বলেছিলেন। মমতার মতো অখিলেশও মনে করেন, বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলি যে যেখানে শক্তিশালী, সেখানে তাদের সামনে রেখেই বিজেপি বিরোধী জোট গড়ে ওঠা উচিত। শুক্রবার কালীঘাটে তৃণমূলের শীর্ষ বৈঠকেও এই বিষয়টিকে সামনে রেখে আলোচনা হয়েছে। দলনেত্রী পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন, তৃণমূল লোকসভা ভোটে একাই লড়াই করার ক্ষমতা রাখে।

spot_img

Related articles

বিয়ের দিন পাত্র গায়েব! থানায় প্রতারণার অভিযোগ দায়ের পাত্রীর

বিয়ের কথা দিয়ে মণ্ডপে এলেন না যুবক, বন্ধ মোবাইলও (Wedding fraud)! উত্তরপাড়া থানায় প্রতারণার লিখিত অভিযোগ দায়ের করলেন...

স্বাস্থ্য সচেতনতায় জোর, শীতের সকালে হাঁটলেন লিয়েন্ডার

শীতের সকালে ওয়াকাথনে অংশ নিলেন লিয়েন্ডার পেজ( Leander Paes)। ওয়াকাথনের আয়োজন করে কলকাতার একটি বেসরকারি হাসপাতাল। এই নিয়ে...

হনুক্কা উৎসবের মধ্যেই সিডনির বন্ডি বিচে গুলিবর্ষণ, মৃত অন্তত ১০

ইহুদি ধর্মীয় উৎসব হনুক্কার মধ্যেই অস্ট্রেলিয়ার সিডনির জনপ্রিয় বন্ডি সমুদ্র সৈকতে হামলা(Sydney Bondi Beach Shooting)। কমপক্ষে ১০ জনের...

ক্রীড়ামন্ত্রীকে টানা ৪ ঘণ্টা স্টেডিয়ামে বসিয়ে রেখেও আসেননি শতদ্রু

অভিজিৎ ঘোষ মেসিকে কেন্দ্র করে যুবভারতীর ঘটনায় অনেকে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে (Sports Minister Arup Biswas) টার্গেট করছেন। কয়েকটি মিডিয়া...