Saturday, May 3, 2025

রবিবাসরীয় সকালে বাসভবনে পুলিশি হা*না! নয়া নোটিশ পেয়ে কী বললেন রাহুল?

Date:

৪৮ ঘণ্টা কাটল না। শুক্রবার নোটিশ (Notice) পাঠানোর পর এবার সোজা দলবল নিয়ে কংগ্রেস সাংসদ (Congress MP) রাহুল গান্ধীর (Rahul Gandhi) বাসভবনে (Residence) পৌঁছল দিল্লি পুলিশ (Delhi Police)। তবে মহিলাদের যৌন হেনস্থা নিয়ে বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিতে দিল্লি পুলিশের কাছে কিছুটা সময় চেয়ে নিলেন কংগ্রেস নেতা (Congress Leader) রাহুল গান্ধী। রবিবার দিল্লি পুলিশকে রাহুল জানিয়েছেন, দীর্ঘ ভারত জোড়ো যাত্রায় বহু মহিলাই (Women) তাঁর সঙ্গে কথা বলেছেন। তাঁদের অভাব-অভিযোগের (Complaints) কথা জানিয়েছেন। কিন্তু সব তথ্য তাঁর মনে নেই। আর সেকারণেই সমস্ত তথ্য পুলিশের হাতে তুলে দিতে তাঁর কিছুটা সময় লাগবে। তবে রবিবারও কংগ্রেস নেতাকে আরও একটি নোটিশ (Notice) দিয়ে এসেছেন দিল্লি পুলিশ কর্তা।

উল্লেখ্য, রবিবার সাতসকালে কংগ্রেস নেতার বাড়িতে হাজির হয় দিল্লি পুলিশ। কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার চলাকালীন একটি ভাষণ দেওয়ার সময় যৌন হেনস্থার (Sexual Assault) শিকার হওয়া নারীদের নিয়ে মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। সেই নিয়ে দায়ের হয় মামলাও। সেই বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আর সেকারণেই রবিবাসরীয় সকালে রাহুল গান্ধীর বাসভবনে পৌঁছয় দিল্লির স্পেশাল সিপি (আইনশৃঙ্খলা)-র নেতৃত্বে দিল্লি পুলিশের একটি দল। শ্রীনগরে ‘ভারত জোড়ো যাত্রা’-র শেষে রাহুল গান্ধী বলেছিলেন, দেশে অনেক মহিলাই যৌন নির্যাতনের শিকার হচ্ছেন। সোনিয়া তনয় জানান, দীর্ঘ যাত্রাপথে বহু মহিলা তাঁর কাছে অভিযোগ করেছেন, যে তাঁদের পরিবারের সদস্যদের কাছেই যৌন হেনস্থা বা ধর্ষণের শিকার হতে হয়েছে। কিন্তু লোকলজ্জার ভয়ে পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানাতে পারছেন না তাঁরা। পুলিশে অভিযোগ করলেই তাঁদের সম্মানহানি (Dishonor) হতে পারে। এই ভেবেই তাঁরা পিছু হঠছেন।

তবে দিল্লি পুলিশ সাফ জানিয়েছে, অবিলম্বে কংগ্রেস সাংসদকে সেই মন্তব্যের ব্যখ্যা দিতে হবে। ঠিক কারা কারা রাহুলের কাছে এই ধরনের অভিযোগ করেছেন তাঁদের তালিকা দিতে হবে। যাতে ওই মহিলাদের ন্যায়বিচার দেওয়া যায়। তবে দিল্লি পুলিশের এই পদক্ষেপে সরব কংগ্রেস। তাদের কটাক্ষ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও আদানির (Adani) সম্পর্ক নিয়ে রাহুলের প্রশ্নে জেরবার মোদি সরকার এখন পুলিশের পিছনে লুকোচ্ছে। ‘ভারত জোড়ো যাত্রা’র ৪৫ দিন পরে দিল্লি পুলিশ নোটিশ পাঠাচ্ছে। আইন মেনে নোটিশের উত্তর দেওয়া হবে। সরকার যে আতঙ্কিত, তা এই নোটিশই প্রমাণ। সরকার তাই বিরোধীদের ভূমিকা, বাকস্বাধীনতা, গণতন্ত্র, মহিলাদের ক্ষমতায়নে আঘাত করতে চাইছে।

 

 

Related articles

লন্ডনে অ্যাডামাস টেক কলসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কলসালট্যান্সি, ইউ...

বার্নপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর পাদুকা! উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে ভক্তদের 

আগামিকাল অর্থাৎ রবিবার প্রথমবার আসানসোলের বার্নপুর আনা হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর জোড়া পাদুকা। বার্নপুর টাউন পুজো কমিটির উদ্যোগেই এই...

বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা বাংলার পরিযায়ী শ্রমিকদের! শাহকে চিঠি সাংসদ সামিরুলের

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার ও বৈষম্যের অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন...

আইএএস-আইপিএসদের নয়া ইউনিফায়েড পেনশন প্রকল্প চালুর সিদ্ধান্ত রাজ্যের

সর্বভারতীয় ক্যাডারের অন্তর্গত আইএএস, আইপিএস সহ অন্যান্য আধিকারিকদের জন্য রাজ্য সরকার নতুন ইউনিফায়েড পেনশন প্রকল্পের (Unified Pension Scheme)...
Exit mobile version