শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উদ্যোগে কলকাতার বুকে শুরু করা হলো এক বিশেষ শিল্পমেলা । শুক্রবার ৪ দিন ব্যাপী এই শিল্পমেলার উদ্বাধন হয় । যোগেন চৌধুরী , বিশিষ্ট সঙ্গীতশিল্পী সমীর আইচ ও দেবজ্যোতি মিশ্র এর উদ্বোধন করেন।

মেহেতাব হোসেন মোল্লা এবং দেবজ্যোতি মিশ্ররর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই শিল্পমেলায় আছে তিনশোটির বেশি অংশীগ্রহণকারী শিল্পীর শিল্পকীর্তি । ১০০০ টির বেশি শিল্পকলা দর্শকদের কাছে তুলে ধরেছে এই শিল্পমেলা ।
