Sunday, August 24, 2025

আইএসএল চ‍্যাম্পিয়ন হয়ে রবিবার দুপুরে শহরে ফিরেছে এটিকে মোহনবাগান। আর শহরে পা রেখেই পরবর্তী মরশুমের পরিকল্পনার কথা জানিয়ে দিলেন এটিকে মোহনবাগান কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। পরবর্তী মরশুমে জুয়ান ফেরান্দোকেই কোচ হিসাবে রাখতে চলেছে মোহনবাগান।

এদিন দুপুরে আরপিএসজির অফিসে ট্রফি জয়ের সেলিব্রেশনে মাতেন ফুটবলাররা। বাগান কোচ জুয়ান ফেরান্দো থেকে শুরু করে প্রীতম কোটাল, বিশাল কাইথ, দিমিত্রি পেত্রাতোসরা। উপস্থিত ছিলেন এটিকে মোহনবাগান কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। সেখানেই সাংবাদিকরা সঞ্জীব গোয়েঙ্কাকে জিজ্ঞাসা করেন পরবর্তী মরশুমে জুয়ান ফেরান্দো কোচ হিসাবে থাকছেন কিনা? সেই উত্তরে তিনি বলেন, জয়ী কোচকে কেউ বদল করেন।” আর এতেই পরিষ্কার আগামী মরশুমে বাগানের কোচ হিসাবে থাকছেন তিনি।

আগামী মরশুমে দলে চমক থাকবে বলেও ইঙ্গিত দিলেন এটিকে মোহনবাগান কর্ণধার। তিনি বলেন, আগামী মুরশুমে আরও দু থেকে তিন জন নতুন ফুটবলার আসবে। আর এখন কিছু বলব না।” তবে তারা কারা সে নিয়ে এখনই মুখ খুললেন না সঞ্জীব গোয়েঙ্কা।”

তবে সূত্রের খবর সুপার কাপের পরেই ক্লাব ছাড়তে চলেছেন বাগানের অন‍্যতম তারকা ফুটবলার হুগো বৌমোস। ক্লাব সূত্রের খবর, সুপার কাপের আগে হয়ত তিনি দলের বাইরে যাচ্ছেন না। তবে মোহনবাগানের টিম ম্যানেজমেন্ট বৌমোসকে নিয়ে খুশি নন বলেই জানা যাচ্ছে। শনিবার আইএসএল-এর ফাইনালে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে ট্রফি জিতেছে মোহনবাগান। গোটা মরশুমে দারুণ পারফর্ম করলেও ম্যানেজমেন্টের সিদ্ধান্তে ক্লাব ছাড়তে হতে পারে হুগোকে।

এদিকে বিমানবন্দরে মোহনবাগান দলকে স্বাগত জানাতে হাজির ছিলেন প্রচুর সমর্থক। হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন প্রিয় দলকে অভ্যর্থনা জানাতে। দল বাইরে বেরোতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন তাঁরা।

আরও পড়ুন:আইএসএল চ‍্যাম্পিয়ন হয়েও রাগ যাচ্ছে না হুগোর, ম‍্যাচ শেষে ক্ষোভ উগরে দিলেন তিনি

 

Related articles

রবির দুপুরে ব্যাহত এয়ারটেল পরিষেবা, বিপাকে গ্রাহকরা

ছুটির দুপুরে সমস্যায় পড়লেন এয়ারটেল (Airtel Telecom) টেলিকম গ্রাহকরা। বেশ কয়েক ঘণ্টার জন্য দেশজুড়ে ব্যাহত হল পরিষেবা। বন্ধ...

মোদির মঞ্চ আলো করে দলবদলুরা! বিজেপিকে কেন ভোট দেবে মানুষ: দিলীপ ঘোষ

প্রধানমন্ত্রীর মঞ্চে কারা ছিলেন, ভালো করে দেখবেন সবকটা দলবদলু। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), তাপস রায়, অর্জুন সিং (Arjun...

পদ্মবিভীষণ! দেশের প্রয়াত অর্থমন্ত্রীকে চরম অশ্রদ্ধা বিজেপি নেত্রী অগ্নিমিত্রার

কতটা অশ্রদ্ধা থাকলে দেশের প্রাক্তন মন্ত্রী তথা নিজের দলের জাতীয় নেতাকে একজন বিধায়ক সম্মান জানাতে গিয়েও নক্কারজনক শব্দ...

পথ দুর্ঘটনায় প্রয়াত জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার ফারিদ, সিসিটিভি ফুটেজ দেখেই হতবাক সকলে

পথ দুর্ঘটনাতে প্রয়াত জম্মু ও কাশ্মীরের(Jammu&Kashmir) ক্রিকেটার ফারিদ হুসেন(Frid Hussain)। তাঁর দুর্ঘটনার সিসিটিভ ফুটেজ প্রকাশ্যে আসতেই হৈচৈ পড়ে...
Exit mobile version