Saturday, November 15, 2025

দু*র্যোগের দাপটে চৈত্রে বাড়ছে চিন্তা ! বৃষ্টি চলবে কতদিন, জানাল হাওয়া অফিস

Date:

গত বৃহস্পতিবার থেকে দফায় দফায় রাজ্যের বিভিন্ন জেলায় কালবৈশাখী (Thunderstorm)চাক্ষুষ করেছেন বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) পূর্বাভাস মতোই রবিবারেও বৃষ্টি ভিজল কলকাতা (Kolkata)। মেঘবৃষ্টির খেলায় সপ্তাহ শেষে রোদের রিটারমেন্ট স্পষ্ট। দুর্যোগ চলবে আগামী সপ্তাহেও, জানিয়ে দিল হাওয়া অফিস। রাজ্যের নটি জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হল।

ফাল্গুনে গরমের আমেজ ভোগ করতে হয়েছিল বঙ্গবাসীকে। সাময়িক স্বস্তি দিয়ে কয়েক পশলা বৃষ্টি হলেও চৈত্র শুরু হতে না হতেই ঝমঝমিয়ে ভিজছে উত্তর থেকে দক্ষিণ। উধাও গরমের অস্বস্তি৷ সেভাবে বাড়ছে না দিনের তাপমাত্রাও৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আরও দু’দিন অন্তত এই পরিস্থিতি চলবে৷ আগামী মঙ্গলবার থেকে বাংলার আকাশে কাটবে দুর্যোগের ঘনঘটা। বসন্তের এই অকালবর্ষণ কেন? আবহবিদরা দায়ী করছেন অক্ষরেখার অবস্থানকে৷ আলিপুর আবহাওয়া দফতরের কর্মকর্তা সৌরাশিস বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টা মূলত মেঘলা আকাশ থাকবে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। বাংলাদেশ সংলগ্ন পূর্ববর্তী জেলা এবং উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়বে। আগামী ২৩ মার্চ থেকে কলকাতায় ফিরবে শুষ্ক আবহাওয়া। পুরুলিয়া-সহ বাংলার পশ্চিমাঞ্চলের একাধিক জেলার বিভিন্ন শহরে শনিবার ঝড়বৃষ্টি হয়েছে৷ শিলাবৃষ্টি এবং বজ্রপাতের খবরও মিলেছে৷ উত্তরে বাড়ছে বৃষ্টির দাপট, বরফে ঢেকেছে দার্জিলিং। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে বিপর্যস্ত জলপাইগুড়ির জনজীবনও। আবহাওয়ার থামখেয়ালীপনায় অসুবিধায় পড়তে হচ্ছে পরীক্ষার্থীদের৷ তবে বৈশাখের গরম অনুভূত হওয়ার আগে বসন্ত শেষের অকাল বর্ষণে মজেছে বঙ্গবাসী।

 

Related articles

বিহারের জয়ী ‘বাংলার ছেলে’! খুশি উত্তরপাড়ার ২৩ নম্বর ওয়ার্ড

বিহার বিধানসভা নির্বাচনের ফল গিয়েছে বিজেপি-নীতীশ জোটের পক্ষে। তা নিয়ে বঙ্গ রাজনীতিতেও বিপুল কাটাছেঁড়া চলছে। কিন্তু শুক্রবার নির্বাচনের...

বাগুইহাটি উড়ালপুলে উল্টে গেল সেনা বাস, অল্পের জন্য প্রাণরক্ষা ক্যাব চালকের

শহরের বুকে দুর্ঘটনার কবলে সেনা বাস। শনিবার সকালে রঘুনাথপুরের দিক থেকে কলকাতার দিকে যাওয়ার সময় বাগুইহাটি উড়ালপুলের (Baguiati...

চতুর্থ বিবাহবার্ষিকীতে কন্যা সন্তানের বাবা-মা রাজকুমার-পত্রলেখা, শুভেচ্ছা বলিউডের

শনিবারে সকালে এল সুখবর। বলিউডে রাজকন্যার আগমনের খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেতা রাজকুমার রাও (Rajkummar Rao) এবং...

ফের রবিবার বন্ধ বিদ্যাসাগর সেতু! কোন পথে যান চলাচল

রক্ষণাবেক্ষণের জন্য রবিবার আবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Bridge)। বিকল্পপথে যান চলাচলের বিজ্ঞপ্তি দিল কলকাতা পুলিশ (Kolkata...
Exit mobile version