Saturday, November 15, 2025

দু*র্যোগের দাপটে চৈত্রে বাড়ছে চিন্তা ! বৃষ্টি চলবে কতদিন, জানাল হাওয়া অফিস

Date:

গত বৃহস্পতিবার থেকে দফায় দফায় রাজ্যের বিভিন্ন জেলায় কালবৈশাখী (Thunderstorm)চাক্ষুষ করেছেন বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) পূর্বাভাস মতোই রবিবারেও বৃষ্টি ভিজল কলকাতা (Kolkata)। মেঘবৃষ্টির খেলায় সপ্তাহ শেষে রোদের রিটারমেন্ট স্পষ্ট। দুর্যোগ চলবে আগামী সপ্তাহেও, জানিয়ে দিল হাওয়া অফিস। রাজ্যের নটি জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হল।

ফাল্গুনে গরমের আমেজ ভোগ করতে হয়েছিল বঙ্গবাসীকে। সাময়িক স্বস্তি দিয়ে কয়েক পশলা বৃষ্টি হলেও চৈত্র শুরু হতে না হতেই ঝমঝমিয়ে ভিজছে উত্তর থেকে দক্ষিণ। উধাও গরমের অস্বস্তি৷ সেভাবে বাড়ছে না দিনের তাপমাত্রাও৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আরও দু’দিন অন্তত এই পরিস্থিতি চলবে৷ আগামী মঙ্গলবার থেকে বাংলার আকাশে কাটবে দুর্যোগের ঘনঘটা। বসন্তের এই অকালবর্ষণ কেন? আবহবিদরা দায়ী করছেন অক্ষরেখার অবস্থানকে৷ আলিপুর আবহাওয়া দফতরের কর্মকর্তা সৌরাশিস বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টা মূলত মেঘলা আকাশ থাকবে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। বাংলাদেশ সংলগ্ন পূর্ববর্তী জেলা এবং উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়বে। আগামী ২৩ মার্চ থেকে কলকাতায় ফিরবে শুষ্ক আবহাওয়া। পুরুলিয়া-সহ বাংলার পশ্চিমাঞ্চলের একাধিক জেলার বিভিন্ন শহরে শনিবার ঝড়বৃষ্টি হয়েছে৷ শিলাবৃষ্টি এবং বজ্রপাতের খবরও মিলেছে৷ উত্তরে বাড়ছে বৃষ্টির দাপট, বরফে ঢেকেছে দার্জিলিং। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে বিপর্যস্ত জলপাইগুড়ির জনজীবনও। আবহাওয়ার থামখেয়ালীপনায় অসুবিধায় পড়তে হচ্ছে পরীক্ষার্থীদের৷ তবে বৈশাখের গরম অনুভূত হওয়ার আগে বসন্ত শেষের অকাল বর্ষণে মজেছে বঙ্গবাসী।

 

Related articles

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...
Exit mobile version