Tuesday, August 26, 2025

দু*র্যোগের দাপটে চৈত্রে বাড়ছে চিন্তা ! বৃষ্টি চলবে কতদিন, জানাল হাওয়া অফিস

Date:

গত বৃহস্পতিবার থেকে দফায় দফায় রাজ্যের বিভিন্ন জেলায় কালবৈশাখী (Thunderstorm)চাক্ষুষ করেছেন বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) পূর্বাভাস মতোই রবিবারেও বৃষ্টি ভিজল কলকাতা (Kolkata)। মেঘবৃষ্টির খেলায় সপ্তাহ শেষে রোদের রিটারমেন্ট স্পষ্ট। দুর্যোগ চলবে আগামী সপ্তাহেও, জানিয়ে দিল হাওয়া অফিস। রাজ্যের নটি জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হল।

ফাল্গুনে গরমের আমেজ ভোগ করতে হয়েছিল বঙ্গবাসীকে। সাময়িক স্বস্তি দিয়ে কয়েক পশলা বৃষ্টি হলেও চৈত্র শুরু হতে না হতেই ঝমঝমিয়ে ভিজছে উত্তর থেকে দক্ষিণ। উধাও গরমের অস্বস্তি৷ সেভাবে বাড়ছে না দিনের তাপমাত্রাও৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আরও দু’দিন অন্তত এই পরিস্থিতি চলবে৷ আগামী মঙ্গলবার থেকে বাংলার আকাশে কাটবে দুর্যোগের ঘনঘটা। বসন্তের এই অকালবর্ষণ কেন? আবহবিদরা দায়ী করছেন অক্ষরেখার অবস্থানকে৷ আলিপুর আবহাওয়া দফতরের কর্মকর্তা সৌরাশিস বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টা মূলত মেঘলা আকাশ থাকবে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। বাংলাদেশ সংলগ্ন পূর্ববর্তী জেলা এবং উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়বে। আগামী ২৩ মার্চ থেকে কলকাতায় ফিরবে শুষ্ক আবহাওয়া। পুরুলিয়া-সহ বাংলার পশ্চিমাঞ্চলের একাধিক জেলার বিভিন্ন শহরে শনিবার ঝড়বৃষ্টি হয়েছে৷ শিলাবৃষ্টি এবং বজ্রপাতের খবরও মিলেছে৷ উত্তরে বাড়ছে বৃষ্টির দাপট, বরফে ঢেকেছে দার্জিলিং। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে বিপর্যস্ত জলপাইগুড়ির জনজীবনও। আবহাওয়ার থামখেয়ালীপনায় অসুবিধায় পড়তে হচ্ছে পরীক্ষার্থীদের৷ তবে বৈশাখের গরম অনুভূত হওয়ার আগে বসন্ত শেষের অকাল বর্ষণে মজেছে বঙ্গবাসী।

 

Related articles

রাজ্য ছাত্র ভোটে বাধাও দেয়নি, হাই কোর্টের শুনানিতে স্পষ্ট অবস্থান জানালেন আইনজীবী কল্যাণ

রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্রভোট করাতে চায় রাজ্য সরকার। ছাত্র সংসদের (Student Union) ভোটে কখনও বাধা দেয়নি রাজ্য।...

বনতারায় কতটা সুরক্ষিত পশুরা: জানতে SIT গঠন সুপ্রিম কোর্টের

বিপদগ্রস্ত পশুদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রীর নজর কাড়ার চেষ্টা চালিয়েছিল গুজরাটের বনতারা (Vantara)। এবার প্রশ্ন উঠেছে সেখানে দেশের ও...

কীভাবে দুর্নীতিবাজদের সমর্থন করতে হয় মোদিকে দেখে শিখুন! তীব্র কটাক্ষ তৃণমূলের

দুর্নীতিগ্রস্তদের পাশে বসিয়ে বাংলায় এসে বড় বড় কথা বলে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দুর্নীতিবাজদের সঙ্গে সর্বক্ষণ...

ট্রাম্পের শুল্কবাণে অস্থিরতা শেয়ার বাজারে! পড়ছে সেনসেক্স-নিফটি

আমেরিকার(USA) ৫০ শতাংশ শুল্ক আরোপের ঠিক একদিন আগেই ধরাশায়ী শেয়ার বাজার(Share Market)। দেশের শেয়ার বাজারে ব্যাপক ধস। দুপুর...
Exit mobile version