Sunday, August 24, 2025

মঙ্গল-সন্ধ্যায় ওড়িশা যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সফরসূচিতে জগন্নাথধাম থেকে নবীন-সাক্ষাৎ

Date:

গত সপ্তাহে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের (Akhilesh Yadav) সঙ্গে সাক্ষাতের পরে এবার এই সপ্তাহে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের (Nabin Pattanayak) সঙ্গে বৈঠক করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে, তার আগে পুরীর মন্দিরে পুজো দেবেন তিনি। মঙ্গলবারই ৩দিনের ওড়িশা (Orissa) সফরে রওনা দেবেন তৃণমূল সুপ্রিমো।

একনজরে মমতার সফরসূচি-

• মঙ্গলবার সন্ধেয় ভুবনেশ্বর পৌঁছবেন মমতা। ওইদিন রাতে ভুবেনেশ্বরে থাকার কথা।
• বুধবার সকালে পুরীর মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী। এর আগেও ওড়িশা সফরে জগন্নাথধামে পুজো দিয়েছিলেন তিনি।
• বৃহস্পতিবার ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কয়ের সঙ্গে বৈঠক করার কথাও রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর।
• বৃহস্পতিবার বিকেলেই কলকাতার ফেরার কথা মমতার।

এই মুহূর্তে জাতীয় রাজনীতির প্রেক্ষিতে আঞ্চলিক দলের গুরুত্ব অনস্বীকার্য। গত সপ্তাহে সমাজবাদী পার্টির নেতা অখিলেশের সঙ্গে এক ঘণ্টা বৈঠক করেছেন তৃণমূল সুপ্রিমো। অখিলেশও আঞ্চলিক শক্তির উত্থানের উপর জোর দেন। এবার নবীন পট্টনায়া- মমতা বন্দ্যোপাধ্যায় কী আলোচনা হয়, সেটাই দেখার।

তবে সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওড়িশা সফরের বিশেষ চমক হতে চলেছে পুরীতে বাংলার গেস্ট হাউস গড়ে তোলা। কোন এলাকায় গেস্ট হাউস করা যেতে পারে সেই বিষয়ে রাজ্যের পূর্ত দফতরের আধিকারিকরা প্রস্তুতি নিয়ে ফেলেছে। নকশাও কার্যত চূড়ান্ত করে ফেলেছেন খোদ মুখ্যমন্ত্রী। এবারের মমতার ওড়িশা সফরে সেই বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:৩ কিস্তিতে মেটাতে হবে সেনাকর্মীদের বকেয়া পেনশন, কেন্দ্রকে নির্দেশ শীর্ষ আদালতের


 

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version