Sunday, November 9, 2025

বিপদ বাড়ল, ইমরানের বিরুদ্ধে এবার সন্ত্রাসের মামলা দায়ের পাক পুলিশের

Date:

আপাতভাবে গ্রেফতারির ফাঁড়া কাটলেও প্রধানমন্ত্রী পদ যাওয়ার পর বিপদ পিছু ছাড়ছে না ইমরান খানের(Imran Khan)। নতুন করে এবার প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সন্ত্রাসের মামলা দায়ের করল পাকিস্তান পুলিশ(Pakistan Police)। শুধু ইমরান নন, তাঁর ঘনিষ্ঠ ১৭ জন এবং পিটিআই(PTI) সমর্থকদের বিরুদ্ধ দায়ের হয়েছে একই মামলা। যার ফলে ইমরানের গ্রেফতারির সম্ভাবনা ফের চুড়ান্ত আকার নিয়েছে।

ইমরানের গ্রেফতারি নিয়ে গত কয়েকদিন ধরে প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়ির সামনে লাগাতার অশান্তি হয়েছে। লাহোরে (Lahore) ইমরান খানের বাসভবনে পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে গেলে দু’দিন ধরে ইমরান সমর্থকদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ ঘটে। সেখান থেকে পুলিশ বিপুল পরিমাণে পেট্রল বোমা, অস্ত্রশস্ত্র উদ্ধার করে। পুলিশের দাবি, বাসভবনে এসব মজুত করে রেখে আসলে ইমরান খান সন্ত্রাসে মদত দিচ্ছেন। এর পাশাপাশি শনিবার এক মামলায় হাজিরা দেওয়ার কথা ছিল ইমরানের। তবে আদালতের বাইরেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে (Clash) জড়িয়ে পড়েন তাঁর অনুগামীরা। তা ব্যাপক আকার নেয়। ইমরান সমর্থকদের বোমা, পাথর ছোঁড়াছুঁড়ি, মোটরসাইকেল নিয়ে দাপাদাপির জেরে আদালতের বাইরে কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। গাড়ি, বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। পুলিশও পালটা তাঁদের আটকাতে টিয়ার গ্যাস (Tear gas) ছোঁড়ে, চলে লাঠিচার্জ। দু’পক্ষের সংঘর্ষে ৫০ জন পুলিশ জখম হয়েছেন বলে খবর। এই গোটা ঘটনায় ইমরানের বিরুদ্ধে সন্ত্রাসের ধারা প্রয়োগ করে পুলিশের তরফে মামলা দায়ের করা হয়। যদিও এই প্রসঙ্গে ইমরান সমর্থকদের দাবি, প্রতিহিংসাবশত ইমরানের বিরুদ্ধে এই ধরণের পদক্ষেপ নিচ্ছে শাহবাজ শরিফ (Shahbaz Shariff) সরকার।

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version