Sunday, August 24, 2025

সিবিআই (CBI) তলব এড়ালেন সুজয়কৃষ্ণ ভদ্র (Sujay Krishna Bhadra)। তবে প্রয়োজন মতো সমস্ত নথি আইনজীবী মারফত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের হাতে পৌঁছে দিয়েছেন তিনি। জানা গিয়েছে, সোমবারই নিজাম প্যালেসে (Nijam Palace) সশরীরে হাজিরা দেওয়ার কথা ছিল সুজয়ের। কিন্তু কিছু ব্যক্তিগত কারণে এদিন নিজে না গিয়ে আইনজীবীর (Lawyer) মারফত প্রয়োজনীয় সমস্ত নথিপত্র নিজাম প্যালেসে পাঠিয়ে দিয়েছেন তিনি। জানা গিয়েছে, স্ত্রী এবং মেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টের (Bank Account) হিসাবনিকাশ খতিয়ে দেখতেই নথিপত্র তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর সেই মতোই সোমবার নিজে সশরীরে হাজির না হলেও আইনজীবী মারফত সমস্ত নথি পাঠিয়ে দিলেন তিনি।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত গোপাল দলপতি (Gopal Dalapati) এবং তাপস মণ্ডলই (Tapas Mondal) সুজয় কৃষ্ণ ভদ্রের নাম প্রকাশ্যে আনেন। তাঁরা দুজনেই সিবিআইকে জানান, সুজয় ভদ্রের কাছেই টাকা পাঠানো হত। গত সপ্তাহেই সুজয়কৃষ্ণ ভদ্রকে একটানা কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছিলেন সিবিআয়ের তদন্তকারী আধিকারিকরা। সেই সময়ে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তাঁর অ্যাকাউন্টে লক্ষ-লক্ষ টাকার লেনদেন প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসাবাদও (Interrogation) করেন গোয়েন্দারা। সিবিআই সূত্রে খবর, সেই সময়ে গোয়েন্দাদের প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তিনি। আর সেই কারণেই ফের সোমবর তাঁকে নিজাম প্যালেসে তলব করে সিবিআই। এদিন তাঁকে স্ত্রী ও কন্যার ব্যাঙ্ক ডিটেলস নিয়ে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু হাজিরা এড়িয়ে নিজের আইনজীবীকে নিজাম প্যালেসে পাঠান তিনি।

তবে গোপাল দলপতি সুজয়ের নাম সামনে আনতেই তাঁর খোঁজ শুরু করে সিবিআই আধিকারিকরা। শেষমেশ তাঁর হদিশ মেলে। তারপর থেকে একবার তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। কিন্তু সোমবার দ্বিতীয়বার তাঁকে তলব করা হলেও হাজিরা এড়িয়েছেন তিনি। তবে সিবিআই সূত্রের খবর, নিয়োগ দুর্নীতিতে যোগ রয়েছে এই ব্যক্তিরও। চাকরি বিক্রির বড় অংশের টাকার ভাগ তাঁর কাছেও গিয়েছে কী না তাই খতিয়ে দেখা হচ্ছে।

 

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version