Monday, August 25, 2025

কেন্দ্রের অসহযোগিতায় স্থগিত বাজেট: ‘প্রতিহিংসাপরায়ণ’ মোদিকে কড়া চিঠি কেজরির

Date:

বিধানসভা নির্বাচনে লজ্জার হার, পুরসভা নির্বাচনেও বেহাল বিজেপি। এহেন পরিস্থিতিতে দিল্লির উপর রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠেছে কেন্দ্রের বিজেপি সরকার। কেন্দ্রের তরফে স্থগিত করে দেওয়া হয়েছে দিল্লির বাজেট(Delhi Budget)। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal)। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) কড়া ভাষায় চিঠি লিখলেন তিনি।

আপের টুইটার মাধ্যমে, সোমবার রাতে জানানো হয়েছে মঙ্গলবার বাজেট পেশ হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। কারণ হিসেবে জানানো হয়েছে, ভারতের ইতিহাসে এই ঘটনা প্রথমবার। বাজেট পেশের সব স্থির থাকলেও ঠিক আগের দিন কেন্দ্র বাজেট উপস্থাপনে বাধা দিয়েছে। পাশাপাশি এই ঘটনায় কড়া সুরে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে এদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল লিখেছেন, “স্বাধীনতার ৭৫ বছরের ইতিহাসে প্রথমবার কোনও রাজ্যের বাজেট আটকানো হল। আপনার দিল্লির মানুষের প্রতি এত রাগ কেন? দয়া করে দিল্লির বাজেট আটকাবেন না। আপনাকে হাতজোড় করে আবেদন করছি, বাজেটের অনুমতি দিন।”

মণীশ সিসোদিয়ার গ্রেফতারির পর দিল্লির অর্থ দফতরের ভার যায় কৈলাস গেহলটের কাছে। তিনি জানিয়েছেন, হাতে সময় নিয়েই, গত ১০ মার্চ বাজেট পেশের অনুমোদন চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে পাঠানো হয়েছিল। কিছু বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল দিন কয়েক আগেই। অভিযোগ সেই চিঠি তাঁকে দেওয়া হয়নি। চিঠি লুকিয়ে রাখার অভিযোগ তুলেছেন মুখ্যসচিবের বিরুদ্ধে। সোমবার দুপুরে তিনি চিঠি পেলে রাতের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে চিঠির উত্তর দেন বলেও জানিয়েছেন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, উপরাজ্যপালের অফিস রাজ্য বাজেটের প্রশাসনিক ধরন নিয়ে আপত্তি জানিয়েছে। তাই আবার বাজেট পেশ করার জন্য বলেছে। দিল্লি সরকারের কাছ থেকে চারদিন ধরে প্রতিক্রিয়ার অপেক্ষা করছে মন্ত্রক। এভাবে প্রশাসনিক টানাপোড়েনের জেরে বাজেট পেশ স্থগিতের ঘটনায় আপ এবং খোদ অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্রের দিকে আঙুল তুলেছেন। অরবিন্দ কেজরিওয়াল এই ঘটনাকে ‘গুণ্ডামি’ বলেও উল্লেখ করেছেন।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version