Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

১) সোমবার মোহনবাগান তাঁবুতে এসে আইএসএল চাম্পিয়ন এটিকে মোহনবাগান দলকে অভিনন্দন জানালেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। ক্লাবকে ৫০ লক্ষ টাকার অনুদান মুখ‍্যমন্ত্রীর।

২) সোমবার মোহনবাগান ক্লাব তাঁবুতে এলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। এলেন, মন জয় করলেন। ফুটবলারদেল মিষ্টি, ফুলের স্তবক দিয়ে শুভেচ্ছা জানান মুখ‍্যমন্ত্রী।

৩) ইস্টবেঙ্গলও ভালো দল গড়ুক, সাফল্য পাক’, সোমবার সেলিব্রেশনের ফাঁকে বললেন বাগান সচিব দেবাশিস দত্ত। মোহনবাগানের সামনে থেকে সরেছে এটিকে নাম। এই নিয়ে দেবাশিস দত্ত বলেন,” সঞ্জীব গোয়েঙ্কাকে অনেক ধন‍্যবাদ। একজন মোহনবাগান সমর্থকের কাছে এটা বড় পাওনা।

৪) শিলিগুড়ির এয়ার ভিউ মোড় থেকে যতীন দাশ পার্ক পর্যন্ত রাস্তার নামকরণ হতে চলেছে মোহনবাগানের নামে। আগামী ২ এপ্রিল সেই রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন হবে শিলিগুড়িতে। এদিন এমনটাই জানালেন বাগান সচিব দেবাশিস দত্ত।

৫) সোমবার থেকে অনুশীলনে নেমে পড়ল কেকেআর। আইপিএল-এল শুরু টিকিট বিক্রি। সবচেয়ে কম দামের টিকিট শুরু ৭৫০ টাকা। সবচেয়ে বেশি দামের টিকিট ২৬ হাজার টাকা।

আরও পড়ুন:অনুশীলনে নেমে পড়ল কেকেআর, শুরু টিকিট বিক্রি