Monday, November 10, 2025

দাম বাড়তে চলেছে কয়লার, বিদ্যুৎ বিল চাপ বাড়াবে মধ্যবিত্তের!

Date:

লাগামছাড়া বিদ্যুত বিলের জেরে এমনিতেই জেরবার দেশবাসী এরইমাঝে আশঙ্কার বার্তা দিল কেন্দ্রীয় সরকারের(Central Govt) সংস্থা কোল ইন্ডিয়া(Coal India)। দেশের কয়লা উত্তোলনকারী এই সংস্থার তরফে জানিয়ে দেওয়া হল শীঘ্রই দাম বৃদ্ধি পেতে চলেছে কয়লার। ফলে কয়লার দাম বৃদ্ধি হলে বিদ্যুতের(Electricity) পাশাপাশি ইস্পাত সহ বহু পণ্যের দাম বৃদ্ধি হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

সোমবার কলকাতায় এক অনুষ্ঠানে কোল ইন্ডিয়ার চেয়ারম্যান প্রমোদ আগরওয়াল বলেন, কয়লার দাম বৃদ্ধির বিষয়ে খুব তাড়াতাড়ি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট একাধিক মহলের সঙ্গে আলাপ- আলোচনা চলছে। এই দামবৃদ্ধির কারণ নিয়ে সংস্থার চেয়ারম্যান বলেন, চলতি বছরে কোল ইন্ডিয়ার কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে দর কষাকষি চলছে। শেষ পর্যন্ত যদি বেতন বৃদ্ধি করতেই হয়, সেক্ষেত্রে এই রাষ্ট্রায়ত্ত কয়লা উৎপাদক সংস্থার উপর আর্থিক চাপ অনেকটাই বেড়ে যাবে। তাই কয়লার দাম বাড়ানো না হলে সার্বিকভাবে জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। তেমন পরিস্থিতি এড়াতে শীঘ্রই কয়লার দাম বৃদ্ধির পথে হাঁটা ছাড়া কোল ইন্ডিয়ার সামনে আর কোনও রাস্তা খোলা নেই বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরাও।

তবে কয়লার দাম বৃদ্ধিতে এরাজ্যে বিদ্যুতের দামের উপর খুব একটা প্রভাব পড়বে না বলেই মনে করছেন রাজ্য বিদ্যুৎ দফতরের আধিকারিকরা। তাদের কথায়, রাজ্যের আওতায় যে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি আছে, সেখানে কয়লার জোগান আসে সরকারের নিজস্ব খনি থেকে। কয়লার জন্য কোল ইন্ডিয়ার উপর রাজ্যের নির্ভরতা অনেকটাই কম। তাই সেক্ষেত্রে রাজ্যের উপভোক্তারা বিদ্যুতের মূল্যবৃদ্ধির কোপে পড়বে না।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version