Friday, November 14, 2025

OMR-এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন চাকরিহারাদের, ঠাট্টার সুর বিচারপতির গলায় !

Date:

নিয়োগ দু*র্নীতি কাণ্ডে (Recruitment Scam) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে হারে ওএমআর (OMR)শিট উদ্ধার করেছে, তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন চাকরিহারাদের একাংশ। নিয়োগে বেলাগাম দুর্নীতির কথা উল্লেখ করে আদালতের নির্দেশে নবম-দশম গ্রুপ ডির (Group D) পরে গ্রুপ সি-তেও চাকরিচ্যুত হয়েছেন শতাধিক। স্কুলে গ্রুপ সি-তে কর্মরত ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের (High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। সেইমতো পদক্ষেপ করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। এরপরই সিবিআইয়ের (CBI) উদ্ধার করা OMR এর গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে গ্রুপ সি-এর চাকরিহারারা আদালতে মামলা করেছিলেন। এবার সেই মামলার শুনানিতেই নিয়োগ দুর্নীতির নথি নিয়ে তীব্র কটাক্ষ করলেন বিচারপতি।

গ্রুপ সি মামলার চাকরি হারানো ৮৪২ জনের একাংশ প্রশ্ন করছেন, যে উদ্ধার হওয়া নথি যে বিকৃত করা হয় নি তার কী প্রমাণ আছে? চাকরিহারা মামলাকারীরা বলছেন বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে এই ধরনের নথি বিকৃত করা যায়। সেটা যে হয়নি তার কোনও নিশ্চয়তা আছে কি? পাশাপাশি মামলাকারীদের ডিভিশন বেঞ্চে আবেদন, “মন্ত্রী -আধিকারিকরা জেলে আছেন। আমাদেরও জেলে পাঠিয়ে দিন, উপোস করতে হবে না। ওখানে তো খাবার দেয়।” এদিন ডিভিশন বেঞ্চের কাছে তাঁরা প্রশ্ন তোলেন যেহেতু OMR প্রাক্তন কর্মীর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে এন ওয়াই এস এ- অফিস থেকে উদ্ধার হয়নি তাই এর যথার্থ মূল্যায়ন নিয়ে প্রশ্ন তো থেকেই যায়। এদিন শুনানি চলাকালীন ঠাট্টার ছলে বিচারপতি সুব্রত তালুকদার (Subrata Talukdar) উল্টে বলেন, এই মামলার নথির যা ওজন তাতে দেহের ওপরের অংশের জন্য আলাদা করে কোনও ব্যায়াম করতে হবে না, বাইসেপ – ট্রাইসেপ, কাঁধের ব্যায়াম এমনিতেই হয়ে যাবে। একটু হাঁটাহাঁটি করলে পায়ের ব্যায়ামটা হয়ে যাবে। পাশাপাশি সিবিআইয়ের দেওয়া রেকর্ড কীসের ভিত্তিতে গ্রহণ করল কমিশন, এই মর্মে প্রশ্ন করেন বিচারপতি তালুকদার। মামলাকারীরা বলছেন যে OMR আপলোড করা হয়েছে সেগুলি jpg ফরম্যাটে আছে। তা বিকৃত করা হয়েছে কিনা সেই প্রশ্নে স্কুল সার্ভিস কমিশন জানায়, সিবিআই যে নথি দিয়েছে সেটা খতিয়ে দেখে তারপর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালত এই মামলায় সিবিআইকে পার্টি করার নির্দেশ দিয়েছে। বুধবার ফের এই মামলার শুনানি হতে চলেছে।

 

Related articles

কটকে শ্রেয়ার অনুষ্ঠানে ভিড়ের চাপে হুলুস্থুল, জ্ঞান হারালেন একাধিক শ্রোতা

ওড়িশার কটকে (Cuttack, Odissa) অনুষ্ঠান করতে গিয়ে অস্বস্তি সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। হুলুস্থুল বেঁধে গিয়েছিল কনসার্টে। শ্রোতারাও...

৯৮ বছরে প্রয়াত বিশিষ্ট অভিনেত্রী ও ধর্মেন্দ্রর প্রথম নায়িকা কামিনী কৌশল

প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কামিনী কৌশল( Kamini Kaushal)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮। বর্ষীয়ান এই অভিনেত্রী বহুদিন ধরেই বার্ধক্যজনিত...

বুমরাহের বোলিংয়ে প্রোটিয়া ব্যাটিংয়ে ধস, ভয়ঙ্কর হওয়ার ইঙ্গিত কুলদীপের

ইডেন টেস্টের প্রথম দিনেই জ্বলে উঠলেন জসপ্রীত বুমরাহ (Jaspret Bumrah)।স্পিন সহায়ক উইকেট হওয়ায় প্রথম একাদশে দুই পেসারকে নিয়ে...

মহিলা ফ্যাক্টরে বিহারে বাংলা মডেল: ভোটের ফল নিয়ে সাগরিকার নিশানায় BJP

নজিরবিহীন! পুরুষ ভোটারের তুলনায় এবার বিহারে বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Election) মহিলা ভোটারের সংখ্যা ছিল বেশি। বিহার বিধানসভা...
Exit mobile version