Wednesday, January 14, 2026

বাস্তবের ‘মিসেস চ্যাটার্জি’ সন্তানদের থেকে আজও দূরে..

Date:

Share post:

একটা বাস্তব ঘটনাকে সিনেমার পর্দায় তুলে ধরা হয়েছিল। তাতেই বেজায় চটেছে নরওয়ে সরকার (Norway Government)। সম্প্রতি এই ছবিটিকে ‘কাল্পনিক’ বলে দাবি করেছিলেন ভারতে নরওয়ের রাষ্ট্রদূত। তাঁর কথামতো, নরওয়েতে শুধুমাত্র আর্থিক কারণের জন্য কোনও মায়ের থেকে সন্তানকে কেড়ে নেওয়া হয় না । পাল্টা উত্তর দেন সাগরিকা (Sagarika), বাস্তবের ‘মিসেস চ্যাটার্জি'(Mrs Chatterjee)। তিনি জানান সিনেমাতে নরওয়ের বিরুদ্ধে যা যা অভিযোগ আনা হয়েছে সবটাই সত্যি। সিনেমার গল্প শেষ হয়ে গেছে ২ ঘণ্টা ১৩ মিনিটে। কিন্তু বাস্তবের লড়াইটা আজও চলছে সাগরিকা চট্টোপাধ্যায়ের (Sagarika Chatterjee)। যে সন্তানদের কাছে পাওয়ার জন্য লড়াই , আজও সেই সন্তানরা তাঁর থেকে বহু দূরে।

আজ থেকে প্রায় এগারো বছর আগে বাঙালি কন্যা সাগরিকার চক্রবর্তীর সেই জীবন-যুদ্ধ শুরু। তাই নিয়ে এবার সিলভার স্ক্রিনে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’(Mrs Chatterjee v/s Norway। রানি মুখোপাধ্যায় (Rani Mukherjee) এবং অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) অভিনীত ছবির প্রশংসায় পঞ্চমুখ বলিউডের সব তারকা, বাদ যাননি ‘পাঠান’ শাহরুখ খানও। কিন্তু সিনেমাটা গল্প নয় তাই লড়াইটা শেষ হয়নি ‘মা’-এর।

একটা গোটা দেশের সঙ্গে যুদ্ধ জিতলেও দাম্পত্যে চিড় ধরেছিল অনেক আগেই। রিয়েল লাইফে অভিজ্ঞান এবং ঐশ্বর্যকে কাছে পাওয়ার জন্য স্বামী অনুরূপের থেকেও দূরে সরতে হয়েছে সাগরিকাকে। আইনি লড়াই লড়ে সন্তানদের কাছে পেয়েছেন তিনি। কিন্তু তাঁর স্বামীর বিরুদ্ধে অভিযোগ, যে নিজের সন্তানের দায়িত্ব নিতে অস্বীকার করেছেন অনুরূপ। সিনেমায় যে মারধোর দেখান হয়েছে তা আসল সত্যির থেকে অনেক কম। অনুরূপ নরওয়ে থেকে দেশে ফেরেননি বলে জানান সাগরিকা। ” এরপর নিজের পায়ে দাঁড়ানোর জন্যও আমাকে একটা লড়াই লড়তে হয়েছিল” , বলছেন ‘মিসেস চ্যাটার্জি’। সাগরিকা জানান, তিনি এতদিন নয়ডাতে চাকরি করছিলেন। এবার পুনেতে কাজের জন্য থাকতে হবে তাঁকে। অভিজ্ঞান এবং ঐশ্বর্য বেড়ে উঠছে দাদু-ঠাকুমার কাছেই। পেটের দায়ে আজও সন্তানদের থেকে দূরে থাকতে হয় সাগরিকাকে। তাঁর স্বামী এইসবের কিছুতেই সাগরিকা বা সন্তানদের পাশে নেই। তাই সন্তান ফিরে পাওয়ার লড়াইটা সবাই সিনেপর্দায় দেখলেও, পরবর্তী কঠিন বাস্তবটা সবার অজানাই রয়ে গেল।

 

spot_img

Related articles

বেঁচে থেকেও মারা গিয়েছেন ৯৭ জন! অভিষেকের তুলে ধরা ‘ভূতেদের’ তথ্য ফাঁস

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, যেখানেই তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেছেন, সেখানেই উঠে এসেছেন ‘ভূতেরা’ (dead...

বিজেপির হাজার হাজার মানুষের নাম বাদের ষড়যন্ত্র: কমিশনে নালিশ তৃণমূলের

বাংলায় এসআইআর প্রক্রিয়ার সাম্প্রতিক ধাপে ইআরও থেকে বিএলও স্তরে দ্রুত কাজ শেষের নির্দেশ দিয়েছে সিইও দফতর। আর সেই...

মকরস্নানে ভিড় সাগরে, দক্ষ হাতে গঙ্গাসাগর সামলাচ্ছেন মন্ত্রী অরূপ

বুধবার মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগমে মুখর হয়ে ওঠে সাগরসঙ্গম। ভোররাত থেকেই শুরু হয় মকরস্নান,...

২-২৩ মার্চ উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষা! কড়া গাইডলাইন সংসদের

উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষার দিনক্ষণ ঘোষণা। উচ্চ মাধ্যমিকের প্রোজেক্ট এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলি নেওয়া হবে ২ মার্চ থেকে ২৩...