Monday, November 10, 2025

”ভোট জিততে না পেরে ভাতে মে*রে প্রতিহিং*সা”, শশীর নিশানায় কেন্দ্র

Date:

ফের রাজ্যের মন্ত্রী শশী পাঁজার (Sashi Panja) নিশানায় কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রের শাসক দল বিজেপি (। ইডি-সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সিগুলির অতিসক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন শশী পাঁজা (Sashi Panja)। তাঁর কথায়, “বাংলাকে বঞ্চিত করা হল। ভাতে মারার কেন্দ্রীয় সরকার, রাজনৈতিক ভাবে প্রতিহিংসা পরায়ন সরকার। নিত্য দিন নতুন অজুহাত। সামনেই পঞ্চায়েত নির্বাচন। বাংলার কাজ বন্ধ করে মানুষকে খেপিয়ে তুলে সেই সুযোগটা কাজে লাগানো যায় কীভাবে, তারই চেষ্টা। ২০২১ সালে ভোট জিততে না পেরে এই প্রতিহিংসা।”

তাঁর আরও সংযোজন, “মুখ্যমন্ত্রী আজ ওড়িশা গিয়েছেন। দিদি বলেছেন প্রায় ৬-৭ মাস আগে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। ডিসেম্বর ২০২১-এর পর থেকে ১০০ দিনের কাজের ৬০ হাজার কোটি টাকা ন্যায্য পাওনা রাজ্যকে দিচ্ছে না কেন্দ্র। আমরা দেখি কেন্দ্র থেকে টিম আসে। এখনও ৭৩টি টিম চলে এসেছে। পঞ্চায়েত মন্ত্রী কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। আমাদের সাংসদরা দেখা করেছেন। আশ্বস্ত করার পরেও কোনও টাকা দেওয়া হয়নি।”

এখানেই শেষ নয়, নাম না করে শুভেন্দু অধিকারীরা যে বাংলাকে ভাতে মারার চেষ্টা করছেন বলেও দাবি করেন মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন, “বাংলাকে বঞ্চিত করা হচ্ছে।বিজেপি যেহেতু জিততে পারেনি, তাই তারা প্রতিশোধ নিচ্ছে। এবারও বাজেটে ২৯ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ কম করা হয়েছে। এখানকার বিরোধী রাজনৈতিক নেতৃত্ব দিল্লিতে গিয়ে উস্কানি দিয়ে আসছে টাকা যাতে দেওয়া না হয়। আসলে বাংলাকে ভাতে মারতে চাইছে ওরা। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

 

Related articles

সিনেমা দেখে খুনের ছক! স্ত্রীকে পুড়িয়ে নদীতে ছাই ফেলে থানায় অভিযোগ স্বামীর

সিনেমা দেখেই পরিকল্পনা! ‘দৃশ্যম’ দেখে অপরাধের ছক কষেছিলেন পুনের (Pune) বাসিন্দা সমীর যাদব। ৩৮ বছরের স্ত্রী অঞ্জলি যাদব...

১ ডিসেম্বর থেকে নয়া হারে আবগারি শুল্ক কার্যকর! রাজ্যে কত হচ্ছে সুরার দাম

শীতের শুরুতে মৌতাতের পরিকল্পনা করলে, সেই আনন্দে কিছুটা ধাক্কা। কারণ পশ্চিমবঙ্গে (West Bengal) বাড়ছে সব ধরনের মদের  দাম...

অচলায়তন ভেঙে মুক্ত চিন্তাভাবনার অঙ্গন হবে বাংলা: রাখি-রিয়াকে শুভেচ্ছা তরুণদের আইকন অভিষেকের

তিনি যুব সমাজের আইকন। তৃণমূলের (TMC) সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ঘিরে সব সময়ই তরুণ প্রজন্মের জনজোয়ার। আর...

পাঁচবারের কাউন্সিলর, তবু নাম উড়ে গেল ভোটার তালিকা থেকে! চাঞ্চল্য খড়দহে

শেষবার এসআইআর হয়েছিল ২০০২ সালে। সেই তালিকায় তাঁর নাম যে ছিল, তার প্রমাণ, সেবার তিনি কাউন্সিলর (councilor) নির্বাচিত...
Exit mobile version