Monday, January 19, 2026

সুন্দরবনের নদী বাঁধগুলির অবস্থা কেমন? সমীক্ষা করবে রাজ্য

Date:

Share post:

সুন্দরবনের নদীবাঁধ গুলির অবস্থা পর্যালোচনা করতে রাজ্য সরকার বিশেষ সমীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। প্রাকৃতিক দুর্যোগের সময় বারবার কেন নদিবাঁধ ভেঙে পড়ছে তা বিশেষজ্ঞদের মাধ্যমে পর্যালোচনা করে দেখা হবে। সুন্দরবন উন্নয়ন দফতর এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর যৌথভাবে এই সমীক্ষা চালাবে। সম্প্রতি দুই দফতরের মন্ত্রী সুন্দরবনের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত নদীবাঁধের অবস্থা সরজমিনে খতিয়ে দেখেন। এর পরেই এই সমীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আমপান ও ইয়াস ঘূর্ণিঝড় পরবর্তী পর্যায়ে রাজ্যে বাদাবন (ম্যানগ্রোভ) সৃজন এবং বাঁধের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করেন গাফিলতির। গত বছর সুন্দরবন রক্ষায় মাস্টার প্ল্যান তৈরির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী । সুন্দরবনের নদীবাঁধের সংস্কার এবং স্থায়ী বাঁধ তৈরির আশ্বাস দিয়েছেন তিনি।প্রসঙ্গত, সুন্দরবনের বুকে প্রাকৃতিক দুর্যোগ এলেই আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায় নদী বাঁধ। বারেবারে নদী বাঁধ ভেঙে প্লাবিত হয় সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। নষ্ট হয় কৃষিজমি। আর সাময়িকভাবে সেই সমস্ত ক্ষতবিক্ষত নদী বাঁধ মেরামতি করা হলেও সমস্যার সুরাহা হয় না। বারেবারে নদীর নোনা জল চাষের জমিতে ঢুকে পড়ায় নষ্ট হয় জমির উর্বরতা। তবে সাগর অঞ্চলের মানুষের একটাই দাবি, কংক্রিটের নদী বাঁধ করে দেওয়া। এতবার নদীর বাঁধ ভাঙে তাই নোনা জলে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ছে সুন্দরবনের সাধারণ মানুষ। প্রতিবার মুড়িগঙ্গা নদীর রুদ্র মূর্তির কাছে হার মানে মাটির নদী বাঁধ। গ্রামবাসীদের দাবি, প্রসাশন স্থায়ী নদী বাঁধ না নির্মাণ করে প্রতিবার মাটি দিয়ে নামমাত্রভাবে বাঁধের সংস্কার করে। একটু ভারী বৃষ্টিতে ও কোটালে জোয়ারে জলে ভেঙে যায় নদী বাঁধ। এবার এর স্থায়ী সমাধানের পথে হাঁটছে রাজ্য সরকার।

আরও পড়ুন- আগামিকাল অজিদের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম‍্যাচে নামছে ভারত, সিরিজ জয় লক্ষ‍্য রোহিতদের

spot_img

Related articles

SIR শুনানির নোটিশ রাজ্যের মন্ত্রীকে, বাদ নেই বিরোধী বিধায়কও

বিধায়ক, সাংসদের পর এবার এসআইআরের শুনানিতে ডাক রাজ্যের মন্ত্রী থেকে বিরোধী দলের বিধায়ককেও। তথ্য যাচাই করতে সাধারণ মানুষের পাশাপাশি...

বিজেপি-র SIR-খেলা শেষ, কোর্টে হারালাম এবার ভোটে হারাব: সুপ্রিম নির্দেশ নিয়ে হুঙ্কার অভিষেক

বিজেপি-র SIR-খেলা শেষ। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই সোমবার, বারাসতে রণ সংকল্প সভা থেকে হুঙ্কার তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

পঞ্চায়েত থেকে ওয়ার্ড অফিসে লজিকাল ডিসক্রিপেন্সি তালিকা টাঙান: কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ের মধ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করতে হলেও প্রকাশ করতে হবে লজিকাল ডিসক্রিপেন্সির আওতায় আসা ১.৩৬...

SSC-র বয়সে ছাড় সংক্রান্ত মামলায় হাই কোর্টের নির্দেশে অন্তর্বর্তী সুপ্রিম-স্থগিতাদেশ

SSC-র বয়সে ছাড় সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ২০১৬ সালের...