Tuesday, November 11, 2025

বাড়ছে বি*তর্ক , কেন টিকিট কেটে অস্কার নিল ‘নাটু নাটু’ !

Date:

১৪০ কোটির স্বপ্ন পূরণ হয়েছে সোমবার ভোররাতে। ৯৫তম ‘অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস’ (Academy Awards ) হলিউডের ডলবি থিয়েটার থেকে বিশ্বজুড়ে ২০০ জায়গায় লাইভ দেখানো হয়েছে ১২ মার্চ। দেশকে গর্বের অস্কার (Oscar) এনে দিয়েছে দক্ষিণ ভারতীয় সিনেমা (South Indian Movie)। আশা ছিল আগে থেকেই, দীর্ঘ ১৪ বছর পর হল স্বপ্ন পূরণ। ভারতকে অস্কার এনে দিয়েছে ‘নাটু নাটু’(Natu natu)। কিন্তু এই পুরস্কার নিতে গিয়ে পকেট সর্বস্বান্ত করতে হল টিম আরআরআর – কে(RRR)? অন্তত সূত্রের দাবি তো এমনটাই!

অস্কারের ৯৫তম আসরে হাজির বলি হার্টথ্রব দীপিকা(Deepika Padukone), তথ্যচিত্রে সেরার তকমা, অস্কার জয়ে বাঙালি কানেকশন – এই সবকিছুর মধ্যে আলাদা করে নজর ছিল এস এস রাজামৌলির RRR সিনেমা নিয়ে। কারণ শুধু বক্স অফিস নয় এই ছবির গান কাঁপিয়েছে বিভিন্ন উৎসব। অস্কারের মঞ্চেও পারফর্ম করা হল এই গানের দৃশ্যপট। কিন্তু সবশেষে যখন ‘নাটু নাটু’র নাম ঘোষণা হল তখন উচ্ছ্বাসে ফেটে পড়েছে গোটা দেশ। ‘আরআরআর’ সিনেমার এই গান জিতেছে সেরা মৌলিক গানের পুরস্কার। কিন্তু এই সিনেমার পরিচালককে কিনা অস্কার অনুষ্ঠানে প্রবেশের জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়েছে। কেন?

অস্কার কমিটির নিয়ম মতো অনুষ্ঠানে বিনা মূল্যে প্রবেশের অনুমতি পান অস্কারে মনোনয়নপ্রাপ্ত ব্যক্তি এবং তাঁর পরিবারের একজন সদস্য। যেহেতু গানের নমিনেশন ছিল তাই সেই অনুমতি মিলেছিল শুধু সংগীত পরিচালক এম এম কীরাবাণী ও গীতিকার চন্দ্র বোসের। কিন্তু সেখানে উপস্থিত ছিলেন সিনেমার পরিচালক এস এস রাজামৌলি ও তাঁর পরিবার। এছাড়া ‘নাটু নাটু’ গানে অভিনয় করেছেন যে জুটি সেই জুনিয়র এনটিআর ও রাম চরণও ছিলেন অনুষ্ঠানে।এরপরই সামনে আসে আসল বিতর্ক। শোনা যায়, টিকিট সংগ্রহ করেই অস্কারের অনুষ্ঠানে প্রবেশ করতে হয়েছে রাজামৌলিসহ অন্যদের। প্রবেশের জন্য টিকিটের মূল্য ছিল প্রায় ২৫ হাজার ডলার। যদিও এরপরেও পিছনের সিটে বসতে হয়েছিল তাঁদের, যা আরেক বিতর্কের জন্ম দিয়েছে।

 

Related articles

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...

স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব, রাজ্যে ১৪ বছরে ৭০ হাজার কোটি টাকার বিনিয়োগ : মুখ্যমন্ত্রী 

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় গত ১৪ বছরে আমূল পরিবর্তন এসেছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যভবন থেকে এক...

দিল্লি বিস্ফোরণ থেকে সতর্ক লালবাজার, ইডেনে বর্জ্র-আটুঁনি

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের(IND vs SA Test) আগে ইডেন পরিদর্শনে নগরপাল মনোজ বর্মা(Manoj Varma)। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর সতর্ক...

Kiff: মঙ্গল-সন্ধ্যায় সিনে আড্ডায় হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী, শোনালেন ‘দুষ্টুমির গল্প’

সিনে প্রেমীদের এখন তীর্থক্ষেত্র নন্দন-রবীন্দ্রসদন চত্বর। সেখানে চলছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kiff)। মঙ্গলবার, সন্ধেয় আচমকাই নন্দন...
Exit mobile version