Saturday, August 23, 2025

১৪০ কোটির স্বপ্ন পূরণ হয়েছে সোমবার ভোররাতে। ৯৫তম ‘অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস’ (Academy Awards ) হলিউডের ডলবি থিয়েটার থেকে বিশ্বজুড়ে ২০০ জায়গায় লাইভ দেখানো হয়েছে ১২ মার্চ। দেশকে গর্বের অস্কার (Oscar) এনে দিয়েছে দক্ষিণ ভারতীয় সিনেমা (South Indian Movie)। আশা ছিল আগে থেকেই, দীর্ঘ ১৪ বছর পর হল স্বপ্ন পূরণ। ভারতকে অস্কার এনে দিয়েছে ‘নাটু নাটু’(Natu natu)। কিন্তু এই পুরস্কার নিতে গিয়ে পকেট সর্বস্বান্ত করতে হল টিম আরআরআর – কে(RRR)? অন্তত সূত্রের দাবি তো এমনটাই!

অস্কারের ৯৫তম আসরে হাজির বলি হার্টথ্রব দীপিকা(Deepika Padukone), তথ্যচিত্রে সেরার তকমা, অস্কার জয়ে বাঙালি কানেকশন – এই সবকিছুর মধ্যে আলাদা করে নজর ছিল এস এস রাজামৌলির RRR সিনেমা নিয়ে। কারণ শুধু বক্স অফিস নয় এই ছবির গান কাঁপিয়েছে বিভিন্ন উৎসব। অস্কারের মঞ্চেও পারফর্ম করা হল এই গানের দৃশ্যপট। কিন্তু সবশেষে যখন ‘নাটু নাটু’র নাম ঘোষণা হল তখন উচ্ছ্বাসে ফেটে পড়েছে গোটা দেশ। ‘আরআরআর’ সিনেমার এই গান জিতেছে সেরা মৌলিক গানের পুরস্কার। কিন্তু এই সিনেমার পরিচালককে কিনা অস্কার অনুষ্ঠানে প্রবেশের জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়েছে। কেন?

অস্কার কমিটির নিয়ম মতো অনুষ্ঠানে বিনা মূল্যে প্রবেশের অনুমতি পান অস্কারে মনোনয়নপ্রাপ্ত ব্যক্তি এবং তাঁর পরিবারের একজন সদস্য। যেহেতু গানের নমিনেশন ছিল তাই সেই অনুমতি মিলেছিল শুধু সংগীত পরিচালক এম এম কীরাবাণী ও গীতিকার চন্দ্র বোসের। কিন্তু সেখানে উপস্থিত ছিলেন সিনেমার পরিচালক এস এস রাজামৌলি ও তাঁর পরিবার। এছাড়া ‘নাটু নাটু’ গানে অভিনয় করেছেন যে জুটি সেই জুনিয়র এনটিআর ও রাম চরণও ছিলেন অনুষ্ঠানে।এরপরই সামনে আসে আসল বিতর্ক। শোনা যায়, টিকিট সংগ্রহ করেই অস্কারের অনুষ্ঠানে প্রবেশ করতে হয়েছে রাজামৌলিসহ অন্যদের। প্রবেশের জন্য টিকিটের মূল্য ছিল প্রায় ২৫ হাজার ডলার। যদিও এরপরেও পিছনের সিটে বসতে হয়েছিল তাঁদের, যা আরেক বিতর্কের জন্ম দিয়েছে।

 

Related articles

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...

WB NEET UG 2025-এ ভর্তির সংশোধিত সময়সূচি ঘোষণা, জেনে নিন কবে কাদের ভর্তি

ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি(WB NEER UG) ২০২৫-এর ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে শীঘ্রই। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য শিক্ষা (WB Health and...
Exit mobile version