Thursday, August 28, 2025

অস্ট্রেলিয়াকে তৃতীয় একদিনের আন্তর্জাতিকে হারিয়ে সিরিজ জিততে ভারতের দরকার ২৭০ রান

Date:

অস্ট্রেলিয়াকে তৃতীয় একদিনের আন্তর্জাতিকে হারিয়ে সিরিজ জিততে ভারতের চাই ২৭০ রান। টস জিতে এদিন ব্যাটিং নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। ৪৯ ওভারে ২৬৯ রানে অজিরা অল আউট। মিচেল মার্শ করেন সর্বাধিক ৪৭ রান। অস্ট্রেলিয়ার ইনিংসে ভাঙন ধরান হার্দিক পাণ্ডিয়া। পরে বল হাতে কামাল দেখান কুলদীপ যাদব।অস্ট্রেলিয়ার শুরুটা এদিন বেশ ভালোই হয়। প্রথম উইকেটের জন্য ভারতকে অপেক্ষা করতে হয় ১১ ওভার পর্যন্ত। এই ওভারেরপঞ্চম বলে ট্রাভিস হেডকে ফেরান হার্দিক। ৪টি চার ও ২টি ছয়ের সাহায্যে তিনি করেন ৩১ বলে ৩৩। ৬৮ রানে ভাঙে ওপেনিং জুটি। দ্বিতীয় উইকেট পড়ে ৭৪ রানে। ৮৫ রানে পড়ে তৃতীয় উইকেট।

হেডকে আউট করার পর দুটি উইকেট তুলে নেন হার্দিক। ৩ বলে কোনও রান না করে ত্রয়োদশ ওভারের দ্বিতীয় বলে হার্দিকের শিকার হন অজি অধিনায়ক স্মিথ। তিনি কট বিহাইন্ড হন। ১৫তম ওভারটি করতে এসে তৃতীয় বলে মিচেল মার্শকে ফেরান হার্দিক। ওয়ার্নার ও লাবুশেনের উইকেট তুলে নেন কুলদীপ যাদব। ২৪.৩ ওভারে দলের ১২৫ রানে ওয়ার্নার সাজঘরে ফেরেন কুলদীপের বলে হার্দিকের হাতে ক্যাচ দিয়ে। তিনি ৩১ বলে ২৩ রান করেন। একটি করে চার ও ছয়ের সাহায্যে ৪৫ বলে ২৮ রান করে কুলদীপের দ্বিতীয় শিকার লাবুশেন। ২৮.১ ওভারে ১৩৮ রানে অজিদের পঞ্চম উইকেট পড়ে। ৩৭তম ওভারের শেষ বলে মার্কাস স্টইনিসকে আউট করেন অক্ষর প্যাটেল। ২৬ বলে ২৫ রান করেন স্টইনিস।

৩৮.১ ওভারে দলগত ২০৩ রানে অ্যালেক্স ক্যারি বোল্ড হন কুলদীপের বলে। ২টি চার ও একটি ছয়ের সাহায্যে তিনি করেন ৪৬ বলে ৩৮। এরপর শন অ্যাবটকে আউট করেন অক্ষর প্যাটেল। ২টি চার ও একটি ছয়ের সৌজন্যে অ্যাবট ২৩ বলে ২৬ রান করেন। অজিদের অষ্টম উইকেট পড়ে ৪৫ ওভারে ২৪৫ রানে। ৪৬তম ওভারের তৃতীয় বলে নবম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ২১ বলে ১৭ রান করে মহম্মদ সিরাজের বলে আউট হন অ্যাশটন অ্যাগার। মিচেল স্টার্ককেও (১১ বলে ১০) আউট করেন সিরাজ। ১১ বলে ১০ রান করে অপরাজিত থাকেন অ্যাডাম জাম্পা।

ভারতের সফলতম বোলার হার্দিক পাণ্ডিয়া। তিনি ৮ ওভারে ৪৪ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন। কুলদীপ যাদব ১টি মেডেন-সহ ১০ ওভারে ৫৬ রানের বিনিময়ে নেন তিনটি উইকেট। ৮ ওভারে ৫৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল। একটি মেডেন-সহ ৭ ওভারে ৩৭ রান খরচ করে ২টি উইকেট দখল করেন মহম্মদ সিরাজ।

 

Related articles

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...
Exit mobile version