Sunday, May 4, 2025

নিশীথের কনভয়ে হা.মলার ঘটনায় অভিযুক্ত বিজেপিই, হাই কোর্টে রিপোর্ট জমা জেলা পুলিশের

Date:

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) গাড়িতে হামলার ঘটনায় অভিযুক্ত বিজেপিই (BJP)। মঙ্গলবারই কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) জমা পড়েছে কোচবিহারের পুলিশ সুপারের (Coochbehar Police Super) রিপোর্ট (Report)। মঙ্গলবারই কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে (Division Bench) দীর্ঘক্ষণ এই মামলার শুনানি চলে। তবে মঙ্গলবারই এই মামলার শুনানি শেষ হলেও এই ইস্যুতেই দায়ের হওয়া অপর একটি মামলার একই সঙ্গে শুনানির জন্য বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha) এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটি পাঠিয়ে দেন বলে খবর। আর সেই মামলার শুনানির পরই রায় ঘোষণা করবে আদালত।

উল্লেখ্য, কলকাতা হাই কোর্টে দায়ের হওয়া মামলায় জেলা পুলিশের রিপোর্ট তলব করেছিল কলকাতা হাই কোর্টের বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি দত্তগুপ্তের ডিভিশন বেঞ্চ। আর তারপরই কোচবিহারের পুলিশ সুপার হাই কোর্টে রিপোর্ট জমা দিয়ে জানায়, পুরো ঘটনায় দায়ি বিজেপিই। এর পিছনে তৃণমূল কর্মী সমর্থকদের কোনও হাত নেই। উল্টে তৃণমূল কর্মীদের উপরেই পাল্টা আঘাত করে বিজেপি কর্মী সমর্থকরা। জানা গিয়েছে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দিনহাটায় পৌঁছনোর পর কোনও অজ্ঞাত কারণে বুরিহাটের তৃণমূলের পার্টি অফিসের দিকে এগিয়ে যায় কনভয়। আর সেই সময়ই নিশীথের কনভয়ে হামলার অভিযোগ ওঠে। সেই সময় বিজেপির কর্মী সমর্থকদের হাতে ছিল হকি স্টিক ও ধারালো অস্ত্র। আর সেগুলিই তৃণমূল কর্মী সমর্থকদের দিকে ছোড়ার অভিযোগ ওঠে বিজেপির কর্মী সমর্থকদের বিরুদ্ধে। আর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি।

তবে, হামলার ঘটনায় সিআরপিএফয়ের পক্ষ থেকে সিবিআই তদন্তের আবেদন চেয়ে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে আরেকটি মামলা দায়ের হয়। কিন্ত যেহেতু এই সংক্রান্ত মামলা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বিচারাধীন। তাই এই মামলা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দেন বিচারপতি মান্থা।

 

 

 

Related articles

মোদির অচ্ছে দিন! মানবাধিকারের প্রশ্নে রাষ্ট্রসঙ্ঘে মুখ পুড়ছে ভারতের

মোদির(Narendra Modi) আচ্ছে দিনে বিশ্বমঞ্চে চরম লজ্জার সম্মুখীন ভারত(India)। স্বাধীনতার পর এই প্রথমবার ভারতের আন্তর্জাতিক মান পতনের মুখে...

সাসপেন্ড সামসেরগঞ্জ থানার অপসারিত ওসি-সহ ২ পুলিশ আধিকারিক

মুর্শিদাবাদের ওয়াকফ বিরোধী (Protest against WAQF ammendment act) অশান্তির সময়ে সামসেরগঞ্জ থানার তৎকালীন ওসি শিবপ্রসাদ ঘোষ (Shiboprasad Ghosh)...

জেল থেকে সেনার তথ্য পাকিস্তানে পাচার! পঞ্জাবে গ্রেফতার ২ চর

ভারতীয় সেনার গোয়েন্দা ব্যর্থতা পহেলগাম হামলায় (Pahalgan attack) যেভাবে প্রকাশ্যে এসেছে তাতে নিরাপত্তা নিয়ে কার্যত রাতের ঘুম উড়েছে...

কোটায় নিটের আগেই আত্মঘাতী মেডিক্যাল পরীক্ষার্থী, ভাড়াবাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ!

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার (National Eligibility cum Entrance Test) আগের রাতে গেরুয়া রাজ্যে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ। রাজস্থানের কোটা...
Exit mobile version