Sunday, January 11, 2026

বেঙ্গালুরুতে আড়াই বছরের সন্তানের সামনেই স্ত্রীকে খু*ন স্বামীর!

Date:

Share post:

আড়াই বছরের সন্তানের সামনেই স্ত্রীকে খু*ন করলেন এক ব্যক্তি।কলকাতা থেকে বেঙ্গালুরু গিয়ে এই ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছেন শেখ সোহেল নামে এই ব্যক্তি।সোমবার তিনি কলকাতা থেকে বেঙ্গালুরু যান।খুনের ঘটনায় ইতিমধ্যেই পুলিশ সোহেলকে গ্রেফতার করেছে।
জানা গিয়েছে, ১৪ বছর আগে তাবসেন বিবির সঙ্গে সোহেলের বিয়ে হয়।বিয়ের কিছুদিন পর থেকেই দাম্পত্য কলহে জড়িয়ে পড়েন দুজনে।অভিযোগ পেশায় দর্জি সোহেল প্রায়ই মদ্যপ অবস্থায় বাড়িতে ফিরতেন এবং তার সঙ্গে স্ত্রীর ঝগড়া ছিল নিত্য ঘটনা। ক্রমেই দুজনের মধ্যে দূরত্ব বাড়তে থাকে।
পরিস্থিতি এমন দাঁড়ায় যে তাবসেন তার বাবা-মায়ের বাড়িতে জোর করে ফিরে যান।তারা ২০১৩ সালে বেঙ্গালুরুতে চলে যান এবং কেজি হল্লির কাছে একটি জায়গায় ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করেন।কিছুদিন পর সোহেল কলকাতায় ফিরে এলেও তাবসেন বেঙ্গালুরুতে থেকে যান।

সোহেলের স্ত্রী একজন প্রতিবেশীর সঙ্গে থাকতে শুরু করেন।অভিযোগ, সৈয়দ নাদিম নামে এক প্রতিবেশীর সঙ্গে তাবসেনের পরকীয়ার কথা সোহেলের কানেও পৌঁছায়।অভিযোগ বিয়ের আগে থেকেই ওই ব্যক্তির সঙ্গে তাবসেনের সম্পর্ক ছিল।তাবসেনের পরিবার বিষয়টি জানতে পারে। তার ছোট বোন গুলশান বেগম হায়দরাবাদ থেকে তাকে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বোনকে বোঝানোর জন্য বেঙ্গালুরু এসেছিলেন। কিন্তু তাবসেন জানিয়ে দেন, তার আড়াই বছরের সন্তান নইমের ভবিষ্যতের কথা ভেবে তার পক্ষে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসা সম্ভব নয়।

ইতিমধ্যে সোহেলও সোমবার বেঙ্গালুরু যান। তাবসেনকে একবার দেখতে চান বলে ডেকে পাঠান। রাত ১১ টার পর তাবসেনের সঙ্গে সোহেলের দেখা হয়। সেই সময় সোহেল মদ্যপ ছিলেন বলে জানা গিয়েছে।কিছুক্ষণ কথা বলার পরেই ফের দুজনে বচসায় জড়িয়ে পড়েন। এই সময় আচমকাই সোহেল পকেট থেকে ছুরি বের করে তাবসেনের গলায় বসিয়ে দেন। তাবসেন মেঝেয় লুটিয়ে পড়েন।তাকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। এরপর সোহেল আড়াই বছরের নইমকে ছুরি মারতে যান। কিন্তু সেই সময় প্রতিবেশীরা সেখানে হাজির হলে, ছোট্ট নইম এযাত্রায় বেঁচে যায়।প্রতিবেশীরা সোহেলকে হাতেনাতে ধরে ফেলেন। তারাই পুলিশে খবর দেন।পুলিশ সোহেলকে গ্রেফতার করেছে।ছোট্ট নইম চোখের সামনে এই ঘটনা দেখে রীতিমতো আতঙ্কিত বলে জানা গিয়েছে।পুলিশের প্রাথমিক অনুমান, স্ত্রীর পরকীয়া মেনে নিতে না পেরেই সোহেল কলকাতা থেকে বেঙ্গালুরু গিয়েছিল খুন করার উদ্দেশ্যে।

 

spot_img

Related articles

নাম জিজ্ঞাসা করেই গুলি! দিল্লিতে খুনের অপরাধীরা মেরে ফেলল সাক্ষী স্ত্রীকেও

রাজধানীর (Delhi Crime) নিরাপত্তা নিয়ে যখন পুরোটাই ভাগ্যের হাতে ছেড়ে রেখেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah), তখন...

গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ ত্রিপুরা! জ্বলছে বাড়ি, একাধিক জায়গায় বন্ধ ইন্টারনেট!

দুই গোষ্ঠীর মধ্যে চাঁদা তোলা নিয়ে বিবাদের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা প্রতিবেশী রাজ্য ত্রিপুরার উনকোটি (Unkoti, Tripura) এলাকায়।...

প্রয়াত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাং: দার্জিলিংয়ের মাটির ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সঙ্গীত শিল্পী হিসাবে দার্জিলিংকে যিনি ভারতের সঙ্গীত মানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছিলেন, সেই শিল্পী প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ...

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...