প্রয়াত হলেন তৃণমূল ভবনের ইনচার্জ নির্মল সাধু খাঁ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। বেশ কয়েক সপ্তাহ ধরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে কিডনির সমস্যা নিয়ে চিকিৎসাধীন ছিলেন নির্মলবাবু। কিন্তু শেষরক্ষা হল না। আজ, বৃহস্পতিবার সকাল ১০.১৫ মিনিটে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
দলের নেতা-নেত্রী থেকে শুরু করে কর্মী-সমর্থকের খুব পছন্দের একজন মানুষ ছিলেন নির্মলবাবু।